Team India’s Bus Parade। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও মুম্বইয়ে রোহিতদের বাস প্যারেড দেখা যাবে না

Spread the love

২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলকে মুম্বইয়ে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংবর্ধনা পর্বের আগে রোহিত শর্মাদের বাস প্যারেডের জন্য অবরুদ্ধ হয়েছিল মুম্বই। জনসমুদ্রে ভেসে গিয়েছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে রোহিত শর্মা সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি আরও একটি আইসিসি ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসবেন। সেই কথা রেখেছেন ভারত অধিনায়ক। ভারতীয় দল দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে ফেরে শেষমেশ। তবে এবার সম্ভবত মুম্বইয়ের রাজপথে রোহিতদের ঘিরে জনসমুদ্র দেখা যাবে না। অবরুদ্ধ হবে না মেরিন ড্রাইভ।

ভারতীয় দল এর আগে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০১৩ সালে। সুতরাং, দীর্ঘ ১২ বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি ঢোকে বিসিসিআইয়ের ক্যাবিনেটে। টিম ইন্ডিয়া এতদিন পরে মিনি বিশ্বকাপ জিতলেও মুম্বইয়ের বাস প্যারেডের পরিকল্পনা কেন দূরে সরিয়ে রাখা হয়, তার তিনটি কারণ সামনে আসেছে।

শিয়রে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ

প্রথমত, শিয়রে আইপিএল ২০২৫। দিন দশেক পরেই জাতীয় দলের তারকারা মাঠে নেমে পড়বেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। সুতরাং, জাতীয় কর্তব্য পালনের পরে আইপিএলের প্রস্তুতিতে মন দেওয়া দরকার টিম ইন্ডিয়ার সুপারস্টারদের। তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আইপিএল দলের অন্দরমহলে ঢুকে পড়াই লক্ষ্য ভারতীয় ক্রিকেটারদের। বাস প্যারেডের জন্য অপেক্ষা করার সময় নেই রোহিতদের হাতে।

আলাদা আলাদা বিমানে দেশে ফেরার সূচি

দ্বিতীয়ত, ভারতীয় দল দুবাই থেকে একসঙ্গে মুম্বইয়ে ফিরছে না। বরং দুবাই থেকে আলাদা আলাদা বিমানে সরাসরি নিজ নিজ শহরে ফিরছেন টিম ইন্ডিয়ার মহাতারকারা। রোহিত ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন। জাদেজা ও বরুণ চক্রবর্তী চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। সুতরাং, বাস প্যারেডের জন্য পুনরায় মুম্বইয়ে গিয়ে একজোট হওয়া এবং তার পরে ফের আইপিএল শিবিরে ফেরা নিতান্ত সমস্যার।

ডব্লিউপিএলের মাঝে নিরাপত্তা নিয়ে সংশয়

সর্বোপরি, এই মুহূর্তে মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছে উইমেন্স প্রিমিয়র লিগের চূড়ান্ত পর্যায়ের ম্যাচগুলি। সুতরাং, ব্র্যাবোর্নে ডব্লিউপিএলের প্লে-অফ ম্যাচের মাঝে যদি মেরিন ড্রাইভে রোহিতদের জন্য বাস প্যারেডের আয়োজন করা হয়, সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপোষ করতে হতে পারে, যে ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।

সম্ভবত এই তিন কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ভারতীয় দলের বাস প্যারেড দেখা যাবে না এবার। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইপিএলের সময় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকাদের সংবর্ধনা দেওয়া হবে কিনা, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *