উত্তরপ্রদেশের সম্ভল জেলায় বিজেপির পশ্চিম উত্তরপ্রদেশের প্রাক্তন আঞ্চলিক সহ-সভাপতি এবং অনগ্রসর শ্রেণি কমিশনের প্রাক্তন সদস্য গুলফাম সিং যাদবকে খুন করা হয়েছে। তাঁকে বিষাক্ত পদার্থ ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে জুনওয়াই থানা এলাকার দাবাথরা হিমাচল গ্রামে। ১০ মার্চ বিকেল নাগাদ এই খুনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বৈঠকের অজুহাতে বাইকে করে এসেছিল তিন দুষ্কৃতী। তারা এই কীর্তি ঘটিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিজেপি নেতার শরীরে বিষাক্ত ইনজেকশন ঢোকানোর পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আলিগড় মেডিক্যাল কলেজে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে যেতে যেতে তাঁর মৃত্যু হয়। মৃত বিজেপি নেতার ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালে গুলফাম যাদব গুন্নৌর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৬৬ বছর বয়সি গুলফাম সিং যাদব বিজেপির বিভিন্ন পদে ছিলেন। তাঁর স্ত্রী তৃতীয়বারের জন্যে গ্রাম প্রধান হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, নিজের ঘনিষ্ঠদের সঙ্গে বসেছিলেন গুলফাম। সেই সময় বাইকে করে তিন যুবক এসে হাজির হয় সেখানে। সেই তিনজনের মধ্যেই নাকি একজন গুলফামের পেটে বিষাক্ত ইনজেকশন ঢুকিয়েছিল। এরপর প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে থাকেন গুলফাম। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন গুলফামের ছেলে। খবর পেয়ে এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই, এএসপি অনুকৃতি শর্মা এবং সিও সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে একটি খালি ইনজেকশন ও হেলমেট উদ্ধার করা হয়েছে। এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সিরিঞ্জ ও হেলমেটের ফরেনসিক পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ সূত্র দেবে। বিজেপি নেতার জুতো ও চশমাও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। অপরদিকে গুলফামের মৃত্যুর পর আলিগড় মেডিক্যাল কলেজে জড়ো হন আরএসএস ও বিজেপির সব নেতারা।