‘‌সীমান্তে অনুপ্রবেশই বলুন বা পাচার মদতদাতা বিএসএফ’‌

Spread the love

বাংলাদেশে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার চলার শুরু থেকে সেখানে অশান্তি শেষ নেই। খুন, রাহাজানি, ধর্ষণ, অগ্নিসংযোগ ঘটেই চলেছে বলে অভিযোগ। আর তার জেরে এপার বাংলায় অনুপ্রবেশের ঘটনা মারাত্মক আকার নিয়েছে। বারবারই ওপার বাংলার নাগরিকরা এখানে ধরা পড়ছেন। শুধু তাই নয়, জঙ্গিরাও ধরা পড়েছে ওপার থেকে এপারে এসে। তার সঙ্গে সোনা থেকে টাকা সবই ওপার থেকে এপারে পাচার হচ্ছে বলে অভিযোগ। আর এই অনুপ্রবেশ থেকে পাচার সবকিছুর পিছনে রয়েছে বিএসএফ বলে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর তার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে।

সীমান্ত পাহারায় থাকে বিএসএফ। আর তারাই এই অনুপ্রবেশ ঘটাচ্ছে। এমন দাবি করেছেন উদয়ন গুহ। এর আগে এই দাবি বারবার করে এসেছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি প্রমাণ আছে দাবি করে অভিযোগ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই অনুপ্রবেশ এবং পাচারের বিষয়ে বিএসএফের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন উদয়ন গুহ। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘‌আমি অনেকদিন থেকে বলে আসছি, সীমান্তে অনুপ্রবেশই বলুন বা পাচার, বিএসএফের মদত ছাড়া হতেই পারে না।’‌

এদিকে বাংলাদেশ থেকে বহু নাগরিক এপারে অবৈধ পথে এসে গা–ঢাকা দিয়ে থাকতে শুরু করেছে বলেও অভিযোগ ওঠে। একাধিক ছদ্মবেশী বাংলাদেশের নাগরিক ধরাও পড়েছে এপার বাংলায়। তবে এক্ষেত্রে বিএসএফ তা ধরেনি। তা ধরেছে রাজ্য পুলিশ। বনগাঁ, বসিরহাট, স্বরূপনগর, মাথাভাঙা, আলিপুরদুয়ার–সহ নানা জায়গায় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে বাংলায় চলে আসছে বহু নাগরিক। আর ধরাও পড়ছে। এই গোটা প্রক্রিয়ার পিছনে কাজ করছে বিএসএফ বলে অভিযোগ উদয়ন গুহর। রাজ্যের মন্ত্রী এমন অভিযোগ তুললে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তোলার সামিল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে উদয়নের ভিডিয়ো নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। এই ভিডিয়ো পোস্ট করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘এই ভিডিয়ো আমার দাবির সত্যতাকেই প্রমাণ করে।’ যদিও এই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। বরাবরই সীমান্তে অনুপ্রবেশ থেকে শুরু করে চোরাকারবার সবকিছুর জন্যই বিএসএফের মদত আছে বলে অভিযোগ করেন মন্ত্রী। উদয়ন গুহের বক্তব্য, ‘‌বিএসএফের ভূমিকার বিষয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্ক হওয়া প্রয়োজন।’‌ আগেও বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে মেখলিগঞ্জে কাঁটাতারের বেড়া পেরিয়ে ঢুকে পড়ে বাংলাদেশের নাগরিকরা বলে অভিযোগ। দিনহাটা এবং মাথাভাঙা সীমান্তে প্রায়ই অভিযোগ ওঠে বিএসএফের ওপরে বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *