আন্তর্জাতিক মঞ্চে চরম লজ্জার সম্মুখীন হল পাকিস্তান। জানা গিয়েছে, তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ভিসা দিয়েও জেশে ঢুকতে দিল না মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে রিপোর্টে বলা হচ্ছে, পাক কূটনীতিকের কাছে সফর সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র ছিল।
রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রদূত কেকে এহসান ওয়াগানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৈধ ভিসাসহ প্রয়োজনীয় সব আইনি কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেই সময় অভিবাসন কর্মকর্তারা তাঁকে আমেরিকায় ঢুকতে দেননি। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের কারণে ওয়াগানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কারণ স্পষ্ট করেনি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত আপত্তি দায়ের করা হয়েছিল, যার কারণে তাকে নির্বাসিত করা হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার ও সচিব আমিনা বালুচকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় তাদের কনস্যুলেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।
কেকে ওয়াগন কে?
কেকে এহসান ওয়াগান একজন পাকা কূটনীতিক। তিনি পাকিস্তানের ফরেন সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তান কনস্যুলেটের কনসাল জেনারেলও ছিলেন। খবরে বলা হয়েছে, ওয়াগান সম্ভবত রাজধানী ইসলামাবাদে ফিরে এসে পুরো পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন। তবে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।