BJP to meet EC।  তৃণমূলের আগে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে BJP

Spread the love

রাজ্য রাজনীতিতে তৃণমূল – বিজেপির রেষারেষি এবার পৌছল জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচির ঠিক আগে সেখানে যাচ্ছে বিজেপি। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের বক্তব্য জানাতে যাবে। এদিন বিকেল ৫টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনে যাওয়ার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। 

মঙ্গলবার যে তৃণমূলের প্রতিনিধিদল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে সেই সূচি ঠিক ছিল আগেই। এদিন সকালে জানা যায় তৃণমূল কমিশনের সঙ্গে দেখা করার ঠিক ১ ঘণ্টা আগে সেখানে যাবে বিজেপি। ইতিমধ্যে কমিশনের তরফে সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়েছে বিজেপির প্রতিনিধিদলকে। সূত্রের খবর, কমিশনের কাছে বিজেপি দাবি জানাবে, পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ১৭ লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভুয়ো ভোটারের সমস্যা বেশি। এদের নাম দ্রুত ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। বিজেপির অভিযোগ, বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তুলছে তৃণমূল। যার ফলে বিভিন্ন জেলার জনবিন্যাস বদলে গিয়েছে। 

ওদিকে তৃণমূলের দাবি, দেশজুড়ে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড থাকার কথা স্বীকার করে নিলেও কোন রাজ্যে কত এরকম ভোটার রয়েছে তার সংখ্যা প্রকাশ করতে হবে কমিশনকে। নইলে কমিশন ৩ মাসের মধ্যে এই ধরণের সমস্ত ভোটারকে আলাদা এপিক নম্বর দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হয়েছে কি না তা যাচাই করা সম্ভব নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *