জিমে দাঁড়িয়েই হাঁপাতে হাঁপাতে কথা বলছেন, একী কাণ্ড! র্যাপার বাদশাকে দেখে চমকে যেতে হয় বৈকি! একী চেহারা করেছেন বাদশা? নাহ চিন্তার কোনও কারণ নেই, বরং খুশিরই খবর। ওজন কমিয়ে এক্কেবারে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গিয়েছেন যে…!
নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন র্যাপার বাদশা। এই ভিডিওটি যদিও তাঁর নিজস্ব পোশাক ব্র্যান্ডের প্রচারের জন্য শ্যুট করা। তবে সকলের দৃষ্টি গিয়ে পড়ে তাঁ চমৎকার রূপান্তরের উপর। তাঁকে দেখে ভক্তদের চোখ কপালে উঠে গিয়েছে। এই ভিডিওতে বাদশাহ ‘ফ্যাট টু ফিট’ (fat to fit) দেখা যাচ্ছে। অনেক ওজন কমিয়ে ফেলেছেন গায়। এখন তিনি বেশ ফিট হয়ে উঠেছেন। এই ভিডিয়ো দেখে শুধুমাত্র অবাক হওয়াই নয়, তাঁর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
বাদশাহর এই স্লিম অ্যান্ড ফির ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু নেটিজেন র্যাপারের ফিট হওয়ার বিষয়ে নানান কমেন্ট করেছেন। এক নেটিজেন মজা করে লেখেন, ‘হানি সিংহের ফিরে আসার ভয়ে বাদশাহ খাওয়া বন্ধ করে দিয়েছেন।’ আরেকজন প্রশংসা করে লেখেন, ‘অসাধারণ দেখতে লাগছে।’ কেউ আবার কিঞ্চিৎ সন্দেহ প্রকাশ করে লেখেন, ‘ভিডিওটি ভুয়ো বলে মনে হচ্ছে।’ আরও একজন বাদশার তুলনা করেছেন এপি ধিল্লোর সঙ্গে লিখেছেন, ‘আপনি কিভাবে এপি ধিল্লোতে রূপান্তরিত হয়ে গেলেন।’ এই ধরনের নানান কমেন্টের বন্যা বয়ে যায়।
প্রসঙ্গত, এই র্যাপার-এর আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, তবে মঞ্চ তিনি বাদশা নামেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি একজন ভারতীয় র্যাপ-সঙ্গীতের সুরকার র্যাপার ও গায়ক। তিনি হিন্দি, হরিয়ানভি ও পাঞ্জাবি গানের জন্যই বেশি পরিচিত।
২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মান্দীর-এর হাত ধরে নিজের সংগীত কর্মজীবন শুরু করেন বাদশা। তবে ২০১২ সালে হানির থেকে আলাদা হয়ে যান। তাঁর স্বতন্ত্র হরিয়ানভি গান ‘কর গায়ি চুল’ মুক্তি পায়। যেটি কিনা পরে ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির জন্য গৃহীত হয়। তার সঙ্গীত মূলত বলিউড সাউন্ডট্র্যাক-এর বৈশিষ্ট্যযুক্ত, ২০১৪ সালের মুক্তি পাওয়া ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘খুবসুরত’ ছবির জন্যও গান বানিয়েছেন বাদশা।