Train Hijack in Pakistan। পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক করল জঙ্গিরা

Spread the love

বালুচিস্তান-পাকিস্তান সীমান্তে ট্রেন হাইজ্যাকের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বালোচ লিবারেশন আর্মি এই ট্রেন হাইজ্য়াক করেছে বলে খবর। শতাধিক যাত্রী সহ একটি ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে খবর। রেললাইনে বিস্ফোরক রেখে এই ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে খবর। ইতিমধ্য়েই এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে পাকিস্তানের সেই ট্রেনে অন্তত ১০০র উপর যাত্রী রয়েছেন। সেই ট্রেনকেই হাইজ্যাক করে তাদের পণবন্দি করা হয়েছে বলে খবর। এমনকী এদিক ওদিক হলে ট্রেন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

টাইমস নাও সহ একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বালোচ লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। অন্তত ১২০জন যাত্রী ট্রেনে রয়েছেন বলে খবর। এদিকে ঘটনায় কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও খবর।

প্রতিবেদনে জানা গিয়েছে বিএলএ দাবি করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দিয়েছে। জাফর এক্সপ্রেসকে থামানো হয়েছে। ফাইটাররা ট্রেনের দখল নিয়েছে। সমস্ত যাত্রীদের হোস্টেজ হিসাবে রাখা হয়েছে।

তাদের তরফে হুঁশিয়ারি যদি পাক মিলিটারি অপারেশন করা হয় তবে সমস্ত যাত্রীদের খুন করা হবে। এর দায় নিতে হবে পাক মিলিটারিকে।

এদিকে ওই জঙ্গি গোষ্ঠীর তরফে বলা হয়েছে, তাদের বিশেষ ইউনিট এই হাইজ্যাকের পেছনে রয়েছে। মাজিদ ব্রিগেড রয়েছে এই হাইজ্যাকের পেছনে। এসটিওএস ও ফাতেহ ব্রিগেডও রয়েছে। যদি পাক সেনা হস্তক্ষেপ করে তবে পালটা আঘাত হানা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে সেনা হস্তক্ষেপ করলে বিরাট জবাব দেওয়া হবে। এদিকে পাক সেনা সহ অন্তত শতাধিক যাত্রীকে পণবন্দি করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর অন্তত ৫০০জন যাত্রী ছিলেন ট্রেন। সেই ট্রেনকেই হাইজ্যাক করে জঙ্গিরা। তবে আপাতত শতাধিক যাত্রী তাদের হাতে পণবন্দি অবস্থায় রয়েছে। এদিকে জঙ্গিরা দাবি করেছে পাক বায়ুসেনা যদি অভিযান করে তবে সকলকে খতম করা হবে। একেবারে ভয়াবহ পরিস্থিতি।

এদিকে বালোচ লিবারেশন আর্মির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অন্তত ৬জন পাক সেনাকে খুন করা হয়েছে। পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি। প্রথমে রেললাইনে বিস্ফোরক রাখা হয়। এরপর গুলি চালিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রেন থামানো হয়। এরপর অন্তত ১২০জন যাত্রীকে পণবন্দি করে ফেলে জঙ্গিরা।

পেশোয়ারগামী ট্রেন লক্ষ্য করে প্রথমে চারদিক থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সেই খবর পাওয়ার পরেই সেনা, পুলিশকে সতর্ক করা হয়। ততক্ষণে যাত্রীদের পণবন্দি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *