Lagnajita Chakraborty। ঋতুস্রাবের সময় কালীপুজোর কাজ করা যাবে না, অথচ যাঁর পুজো তিনি আদ্যোপান্ত একজন নারী

Spread the love

সদ্যই নারী দিবস গেল। ধুমধাম করে সর্বত্র পালিত হল এই বিশেষ দিনটি। তারপরই সমাজের নগ্ন চিত্রের ছবি নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরলেন লগ্নজিতা। কী লিখলেন বসন্ত এসে গেছে গায়িকা মহিলাদের অবস্থান নিয়ে?

নারী দিবসের পর কী লিখলেন লগ্নজিতা?

এদিন ফেসবুকের পাতায় লগ্নজিতা চক্রবর্তী(Lagnajita Chakraborty) একটি পোস্ট করেন নারী দিবস নিয়ে। সেখানে তিনি লেখেন, ‘ভেরি হ্যাপি ওমেন্স ডে চলে গেছে জানি। ৩ টে ঘটনা যা শেষ ২-৩ দিনে প্রত্যক্ষ করলাম শেয়ার করে নিচ্ছি মাত্র। প্রথমত আমার এক বন্ধু আর তার বর লাঞ্চে বসবে। লাঞ্চে বসার আগে শাশুড়ি ওকে বললেন শোন পেটিটা ওকে দিস। গাদাটা তোর জন্য রাখলাম। ও তো গাদা খেতে পারে না। তাতে আমার বন্ধু বলল আমিও তো গাদা খেতে পারি না। তারপরের কথপোকথন লম্বা কিন্তু সেটা জরুরি জয়। জরুরি এটুকুই। শাশুড়ির কিন্তু কোনও দোষ নেই। উনিও হয়তো যখন বিয়ে করে এসেছিলেন তখন হয়তো গাদা খেতে পারতেন না। পেটির মাছটাই খেতেন। কিন্তু বিয়ের পর বুঝেছেন যে বাকি জীবন গাদার মাছ খেতে হবে। পেটি তারাই পাবে যারা বেশি জরুরি। এক্ষেত্রে পুরুষ।’

তিনি এদিন আরও লেখেন, ‘ আরেকটা বন্ধুর বাড়িতে এই শনিবার রক্ষা কালী পুজো ছিল। কিন্তু ওর ঋতুস্রাব শুরু হয়ে যায়। ও নিজে এসব না মানলেও বাড়ির বড়রা মানে। তাই জানায়। সবাই এক বাক্যে বলে ওঠে তাহলে তুই আজ কিছুতে আর হাত দিস না। ঠাকুর ঘরে ঢুকিস না। এখানেও বাকিদের দোষ নেই, করেন যারা বলেছে তাদেরও ঠাকুরঘরে ঢুকতে দেওয়া হতো না। অথচ পুজোটা কালী ঠাকুরের যিনি আদ্যোপান্ত একজন মহিলা। আর সেদিন নারী দিবস ছিল। কী মজার না?’

লগ্নজিতা এদিন তাঁর পোস্টে মহিলাদের অবস্থা স্পষ্ট করে শেষে লেখেন, ‘হ্যাঁ, আমি ২০২৫ সালের কলকাতা নিয়ে কথা বলছি। নারী দিবসের বিলম্বিত শুভেচ্ছা তাহলে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *