মুর্শিদাবাদে ফের আক্রান্ত পুলিশ

Spread the love

মুর্শিদাবাদ জেলায় ফের আক্রান্ত পুলিশ। এবার বেআইনিভাবে মাটি পাচার রুখতে গিয়ে হাঁসুয়ার কোপ খেয়ে ফিরলেন ২ পুলিশকর্মী ও ২ সিভিক ভলান্টিয়ার। বুধবার রাতে মুর্শিদাবাদের রানিনগরের ঘটনা। আক্রান্তদের প্রত্যেকের দেহেই বেশ কয়েকটি করে সেলাই পড়েছে। ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুখা মরশুমে গোটা রাজ্যের মতো মুর্শিদাবাদেও মাটি মাফিয়াদের তাণ্ডব চলছে। নদ – নদী, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে চড়া দামে বিক্রি করছে তারা। অভিযোগ, সেই টাকার ভাগ পৌঁছয় থানাগুলিতেও। তেমনই মাটি পাচার চলছে মুর্শিদাবাদে ভৈরব নদের পাড়ে। সেখানেও নদীর পাড়ের মাটি কেটে পাচার করছে একদল মাফিয়া। বুধবার রাতে খবর পেয়ে রানিনগর থানার পুলিশ ভৈরব নদের পাড়ে হানা দেয়। তখনও সেখানে মাটি কাটছিল কিছু পাচারকারী। পুলিশকর্মীরা তাদের বাধা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পাশের গ্রাম থেকে সেখানে হাজির হয় কয়েকশ স্থানীয় বাসিন্দা। এর পর পুলিশকর্মীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ের তাঁরা। এরই মধ্যে হাঁসুয়া দিয়ে পুলিশকর্মীদের কোপাতে শুরু করেন কয়েকজন। বাদ যাননি সিভিক ভলান্টিয়াররাও। মাফিয়াদের প্রতিরোধের মুখে কোনও ক্রমে থানায় ফেরে পুলিশ। এর পর বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে রাতভর তল্লাশি চালায়। তল্লাশিতে ৬ জন অভিযুক্তকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ২ জন পুলিশকর্মী ও ২ জন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ক্ষতস্থান সেলাই করতে হয়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে গত ১ মাসে দ্বিতীয়বার মুর্শিদাবাদে আক্রান্ত হল পুলিশ। এর আগে তৃণমূলি দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে সেখানে হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *