অনুপম রায়ের কোন গান বদলায় মদনের কপাল?

Spread the love

রাজনীতির ময়দানে যতটা জনপ্রিয় মদন মিত্র(Madan Mitra), ঠিক ততটাই বিনোদন জগতেও। কামারহাটি বিধানসভা এলাকায় মদন মিত্রের সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলন একাধিক তারকা। অবশ্য, মদন নিজেও বর্তমানে একটি সিনেমায় কাজ করে ফেলেছেন। সে যাই হোক, আপনি কি জানেন অনুপম রায়ের একটি গান গেয়ে, ভোটে ৫০ হাজার ভোটে জিতেছেন মদন মিত্র। অন্তত তিনি সেরকমটাই দাবি করেছেন।

একটি ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি হেঁটে আসছেন অনুপম রায় ও মদন মিত্র। মদনের গায়ে সাদা রঙের পাঞ্জাবি ও হলুদ রঙের জহর কোট। ডার্ক গ্রিন রঙের পাঞ্জাবি কর আছেন অনুপম রায়। 

মদন সগর্বেই অনুপকে বলছেন, ‘নিজকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যা না বলার, তা না বলাই থাক। এটা বলে বলে আমি ৫০ হাজার ভোটে ইলেকশনজিতে নিয়েছি।’

তুমুল ভাইরাল এই পোস্টে নানা রকমর মজার মজার মন্তব্য চোখে পড়েছে। একজন লেখেন, ‘অনুপমদা ভাবছে, এটা কোথায় এসে ফেঁসে গেলাম’। আরেকজন লেখেন, ‘অনুপমদা গন্ধে নাকে চাপা দিলেন নাকি ?’। চতুর্থজনের মন্তব্য, ‘ওহ লাভলি’। পঞ্চমজন আবার লেখেন, ‘ওহ লাভলি।’

এমনিতেই মদম মিত্র মানেই ‘কালারফুল ছেলে’। তা সে মিউজিক অ্যালবাম হোক বা রাজনীতির ময়দান। বেফাঁস মন্তব্য করেন ঠিকই। তবে দেখা যায়, তৃণূমূল দলের বাইরে গিয়েও বেশ আলাদা ফ্যানবেস তৈরি করেছে। শ্রাবন্তী থেকে শুরু করে, নুসরত-মিমি, সুন্দরী অভিনেত্রীদের কাছের মানুষ। 

কদিন আগে খবর আসে, বিনোদিনী পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমায় কাজ করতে চলেছেন মদন মিত্র। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দামদের সঙ্গে কাজ করবেন মদন। তাঁকে দেখা যাবে, এক রাজনৈতিক নেতার চরিত্রেই। এই সিনেমায় আরও রয়েছেন সায়নী ঘোষ। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘ও লাভলি’ সিনেমাতে। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছিলেনন কামারহাটির বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *