Aamir Girlfriend Gouri। ৬০-এ এসে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করালেন আমির খান

Spread the love

জন্মদিনের প্রাক্কালে বোমা ফাটালেন আমির খান(Aamir Khan)। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবং সেখানে তাঁর জীবন এবং কেরিয়ার সম্পর্কে কথা বলার পরে, অভিনেতা তাঁর ‘পার্টনার’ ওরফে প্রেমিকা গৌরীর(Gauri) সকলের পরিচয় করিয়ে দিলেন।

আমির-গৌরীর প্রেম কাহিনী

আমির(Aamir Khan) ও গৌরী(Gauri) একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। তবে কয়েক বছর আগে পুনরায় তাঁদের আবার যোগাযোগ হয়। আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন কেমন আপাদের কিছুই টের পেতে দেইনি’!

অভিনেতা আরও জানান যে, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর ‘মানসিক শান্তির’ জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।

গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তাঁর বিয়ে হয়েছিল। তাঁর ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমির বলেছিলেন যে তাঁর বাচ্চারা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সকলেই খুব খুশি। সবশেষে আমির তাঁর ২০০১ সালের হিট ‘লগান’-এর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘ভুবন কো উস্কি গৌরী মিল হি গয়ি’।

গত মাস থেকেই গৌরী নামের একটি মেয়ের সঙ্গে আমিরের প্রেমের খবর ও রেডিট পোস্ট ছড়িয়ে পড়ে। আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকে দুজনের ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন।

আমির শুক্রবার ৬০ বছরে পা দেবেন এবং বৃহস্পতিবার সন্ধেয় মিডিয়ার সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *