২২মার্চ থেকে শুরু আইপিএলের(Ipl) ১৮তম সংস্করণ। আর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স(Kkr)। ইতিমধ্যেই নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো যোগ দিয়েছেন দলে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে আজিঙ্কা রাহানের অধিনায়কত্বে কাপ ডিফেন্ড করার চ্যালেঞ্জ নাইট রাইডার্সের কাছে।
বেঙ্কটেশের কথা থামালেন পণ্ডিত
কলকাতা নাইট রাইডার্স দলের তরফে বৃহস্পতিবারই একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই ২৩.৭৫ কোটি টাকায় নাইট রাইডার্সে আসা বেঙ্কটেশ আইয়ারকে প্রশ্ন করা হয় এই দলে গৌতম গম্ভীরকে কতটা মিস করছেন তিনি। সেই উত্তর বেঙ্কটেশ দিতে গেলেই তাঁকে থামিয়ে দেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বলেন, ‘অতীত নিয়ে আর কথা বলে লাভ নেই, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করুন’
২৩.৭৫ কোটি পাওয়া নিয়ে জবাব বেঙ্কির
বেঙ্কটেশ আইয়াকে তাঁর নিলামে বিশাল টাকা পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। তখন তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যেখানেই যাচ্ছি এই কথাটাই অনেকে বলছে। তবে যখন আমি খেলতে নামব তখন এই গুলো আর মাথায় থাকবে না। কে কত টাকায় দলে এসেছে তখন সেটা কেউ মনে রাখবে না, দলের প্রত্যেকেই সেরাটা দেবে দলের জয়ের জন্য। সেক্ষেত্রে শুধু রান করা বা উইকেট নেওয়াই নয়, দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কতটা পালন করতে পারলাম, সেটাই আসল কথা হবে। তবে ব্যাটিং করি বা বোলিং করি, একটা চাপ তো কাজ করবেই। সেই চাপটাকে সামলেই আমায় পারফর্ম করতে হবে ‘
রাহানে বলছেন কাপ ডিফেন্ড করাই লক্ষ্য
নাইটদের অধিনায়ক আজিঙ্কা রাহানে বললেন, ‘আমি আমার কেরিয়ারের অধিকাংশ সময়ই টপ অর্ডারে প্রথম তিনেই ব্যাটিং করেছি। কিন্তু অবশ্যই দলের মেন্টর এবং কোচের সঙ্গে এখানে কথা বলব। দলের যেখানে প্রয়োজন হবে সেখানেই খেলতে হবে আমায়, সেই মতোই কথা বলব আগামী কয়েকদিনে। আমি যে দলে এসেছি, সেটা গতবারের চ্যাম্পিয়ন দল। তাই আমি বিষয়গুলোকে খুব সহজ সরল রাখার চেষ্টা করব। আমি চন্দ্রকান্ত পণ্ডিত স্যারের সঙ্গে মুম্বইতে থাকাকালীন কাজ করেছি, আমি জানি উনি খুবই শৃঙ্খলাপরায়ন মানুষ। দলের থেকে সেরাটা বের করে আনতে পারেন। তাই ক্রিকেটাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটাও ভালো রাখার চেষ্টা করব। সবাইকে তাঁদের মতো করে ক্রিকেট খেলার স্বাধীনতা দেব। তবে কাপ ডিফেন্ড করা নিশ্চয় চ্যালেঞ্জিং হবে, সেই কারণেই খেলাটার নাম ক্রিকেট’
ব্র্যাভো বললেন, কোর টিম ধরে রেখেছি আমরা
দলের নয়া মেন্টর ব্র্যাভো বলছিলেন, ‘ আমার এটা দায়িত্বের মধ্যেই ছিল নিলাম থেকে যত বেশি সম্ভব ক্রিকেটারদের ফিরিয়ে আনা, এবং কোর টিমটাকে ধরে রাখা। সেটা করতে পারলেও কয়েকজনকে আমরা ফেরাতে পারিনি। আমি এখানে এসেছি, এখান থেকেও শেখার চেষ্টা করব। কারণ নাইট রাইডার্সে একটা সাফল্যের ফর্মুলা আছে, সেটাও আমায় মেনে চলতে হবে। গৌতম গম্ভীর যে দল দলকে গতবার চ্যাম্পিয়ন করেছে, সেই দলের পজিটিভ বিষয় নিয়ে আমি কথা না বললে সেটা অসম্মান করা হবে। গম্ভীরের নিজস্ব স্টাইল আছে, আমারও নিজস্ব স্টাইল আছে, যেটায় আমরা সাফল্য পেয়েছি। ট্রিনবাগো নাইট রাইডার্সও একটা সফল দল, ওদের স্পিরিট আর উদ্দীপনাই আমি এখানে যোগ করানোর চেষ্টা করব ’
কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানান, দল মুম্বইতে ক্যাম্প করেছে ১০ দিনের। সবাই মোটামুটি আগে থেকে একে অপরকে চেনায় দলের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে বলে আশায় রয়েছেন তিনি। দলের কোর গ্রুপ যেমন একই রয়েছে, তেমন সাপোর্ট স্টাফরাও সকলেই অভিজ্ঞ, তাই পণ্ডিতের আশা এবছরও নাইটরা ভালোই ফল করবে।