কলকাতা পুলিশ ১৬১ জনকে গ্রেফতার করেছে

Spread the love

দোল–হোলির উৎসবে এবার কলকাতা শহরে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী। বেয়াদপ নাগরিকদের শায়েস্তা করতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং আনাচে–কানাচে পুলিশ কড়া নজরদারি রেখেছিল। আর তাতেই বেলেল্লাপনা থেকে শুরু করে নানা অপরাধে কলকাতা পুলিশ একদিনে মোট ১৬১ জনকে গ্রেফতার করেছে। যা এককথায় চমকে দেওয়ার মতো। উৎসবের আবহে এমন ঘটনা ঘটায় জোর চর্চা শুরু হয়েছে। অভব্য, অশ্লীল আচরণ এবং নানা অপরাধে দোলের দিন কলকাতা পুলিশ ১৬১ জনকে গ্রেফতার করেছে বলে লালবাজার সূত্রে খবর।

এদিকে ছোটখাট দুর্ঘটনা ছাড়া শহরে বড় কোনও পথ দুর্ঘটনা ঘটেনি। খুন, ছিনতাইও শহরে তেমন কিছু নেই। তবে মদ্যপান করে বেপরোয়া হয়ে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, মদ্যপান করে পাড়ায় বা এলাকায় ঝামেলা পাকানো, গোলমাল করা এবং মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশ্লীলভাবে জড়িয়ে পড়ায় এই বিপুল পরিমাণ গ্রেফতার হয়েছে। শহরের বুকে বড়দিনে বা নিউ ইয়ারের সময় যা ঘটেনি একদিনের দোল উৎসবে তা ঘটে গিয়েছে। বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে ৩৩.৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। তার জন্যও অনেকে ধরা পড়েছে। এদিন নানা জায়গায় অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে দোল–হোলির দিন গোটা শহরের ৬৬টি ঘাটে পুলিশের উপস্থিতি ছিল। তাই বড় কোনও অঘটন ঘটেনি। মদ্যপ অবস্থায় রাস্তায় বেলেল্লাপনা করতে দেখা গিয়েছে বহু যুবককে। তার উপর ট্রাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে বিস্তর বলে পুলিশ সূত্রে খবর। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। পথে ছিলেন পুলিশের পদস্থ অফিসাররা। দোল–হোলি খেলার পর বহু মানুষ গঙ্গায় স্নান করতে যান। সেখানে যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য শুক্রবার এবং শনিবার দু’দিনই শহরের গঙ্গা ঘাটগুলিতে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

এছাড়া দোল–হোলির রেশ রবিবার পর্যন্ত থাকবে। কারণ দোল–হোলি একদিনে পড়েছে এবার। সেটি শুক্রবার কেটে গিয়েছে। কিন্তু আজ, শনিবার এবং আগামীকাল রবিবার ছুটির দিন পড়ায় তার রেশ থেকে যাবে। আর তাই কলকাতা পুলিশের কড়া নজরদারি, পেট্রলিং এই দু’‌দিন অন্যান্য দিনের তুলনায় বেশি চলবে। শহরের অলিগলিতে এই দু’‌দিন টহলদারির ব্যবস্থাও রাখা হয়েছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে দোলের দিন থেকে শুরু করে বাকি দু’‌দিনও বিশেষ নজর দেওয়া হবে। যে কোনও ধরনের আইন ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *