ফিফা(Fifa) বিশ্বকাপের সিম সং-এ অংশ নিয়ে ইতিমধ্যেই খেলার জগতেও আলাদা পরিচিতি তৈরি করেছেন নোরা ফতেহি(Nora Fatehi)। এবার উইমেন্স প্রিমিয়র লিগের আসরে শরীরী হিল্লোলে ঝড় তুলবেন তিনি। শনিবার ডব্লিউপিএল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা, বিসিসিআয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভদোদরায় ডব্লিউপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। টুর্মামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড স্টার আয়ুষ্মান খুরানা। এবছর উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে সম্মুখসমের নামে গুজরাট জায়ান্টস ও গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। ম্যাচের মাঝে ইনিংসের বিরতিতে গ্যালারির দর্শকদের মনোরঞ্জন করেন আয়ুষ্মান।
একা আয়ুষ্মান খুরানাই নন, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন মধুবন্তী বাগচী। এবার ডব্লিউপিএলের সমাপ্তি অনুষ্ঠানেও চমক দিল বিসিসিআই। উল্লেখ্য, শনিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সম্মুখসমরে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স।
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে বরাবর বলিউডি জৌলুস চোখে পড়ে। ২০২৩ সালে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন কৃতি শ্যানন, কিয়ারা আদভানিরা। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়র লিগের আসরে পারফর্ম করেন বলিউড কিং শাহরুখ খান। এবার আয়ুষ্মান-নোরাদের উইমেন্স প্রিমিয়র লিগের আসরে হাজির করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই(Bcci)।
২০২৩ ডব্লিউপিএল ফাইনালের রি-ম্যাচ এবার!
উল্লেখ্য, এবছর উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে দেখা যাবে ২০২৩-এর খেতাবি লড়াইয়ের রি-ম্যাচ। ২০২৩ সালের উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সম্মুখসমরে নামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সেবার দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই। এবারও উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে উঠেছে দিল্লি ও মুম্বই। এবার ছবিটা বদলে দিতে মরিয়া ক্যাপিটালস।
দিল্লি অবশ্য গত বছরও উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনাল খেলে। তবে গতবার ফাইনালে আরসিবির কাছে হারতে হয় ক্যাপিটালসকে। সুতরাং, এই নিয়ে টানা তৃতীয়বার ডব্লিউপিএলের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় দিল্লি। তৃতীয় প্রচেষ্টায় দিল্লি ট্রফি খরা কাটাকে পারে কিনা, সেটাই হবে দেখার।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এই নিয়ে দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ওঠে। ২০২৩-এর পরে দ্বিতীয়বার ট্রফি জয়ের সুযোগ রয়েছে হরমনপ্রীত কৌরদের সামনে। দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত মোট ৭ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ৪টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। ৩টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।