গত বছর (২০২৪) হোলির দিনই জীবনের সেরা সুখবর জেনেছিলেন শ্রীময়ী চট্টরাজ(Sreemoyee Chattaoraj)। জানতে পারেন মা হতে চলেছেন তিনি। আর এবার মেয়েকে সঙ্গে নিয়েই দোল কাটালেন কাঞ্চন(Kanchan Mallick)-শ্রীময়ী। কেমন কাটল টলিপাড়ার এই চর্চিত দম্পতির দোল?
প্রত্যেক বছরের মতো এবারও দোলের দিন কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে আয়োজিত হয়েছিল রাধা-কৃষ্ণের পুজো। সেই পুজোতেই সামিল হতে দেখা গেল তারকা দম্পতিকে। রাধা-কৃষ্ণকে সাক্ষী রেখে শ্রীময়ীর গালে রঙিন আবির ছুঁইয়ে দেন কাঞ্চন। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দোলের দিন একে অপরের প্রেম ও আবিরে রাঙা হয়ে ক্য়ামেরায় ধরা দেন কাঞ্চন-শ্রীময়ী। এদিন দুজনের পরনেই ছিল সাদা পোশাক। কাঞ্চন মল্লিক পরেছিলেন সাদা পাঞ্জাবি, আর শ্রীময়ী পরনে ছিল সাদা টি-শার্ট ও চোস্তা প্যান্ট। কাঞ্চনের কাঁধে মাথা রেখে ধরা দিলেন অভিনেত্রী।
শুক্রবার দোল পূর্ণিমার পুজোয় কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে দেখা মেলে তাঁদের আদরের কন্যা কৃষভির। সবুজ-নীল রঙের মিশেলে রঙিন ফ্রকে সাজানো হয়েছিল তাঁকে। তবে কাঞ্চন কন্যার মুখ কি দেখা গেল? আজ্ঞে নাহ, কায়দা করে ইমোজি দিয়ে ছবিতে মেয়ের মুখ ঢেকে দেন তারকা দম্পতি।
এদিন কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে আদরের নাতনিকে ঘিরে ছিলেন বিধায়ক-অভিনেতার শাশুড়িমা। তাঁকেও মেয়ে শ্রীময়ীর পাশে দাঁড়িয়ে ছোট্ট কৃষভিকে আদর করতে দেখা গেল। দোলের দিন বাড়িতে উপস্থিত অন্যান্যদের সঙ্গেও আবির খেলতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে।দোল পূর্ণিমা উপলক্ষ্যে বাড়িতে পুজোর একটি ভিডিয়োও পোস্ট করেছেন শ্রীময়ী। এদিন দুধ দিয়ে স্নান করানো হয় গোপালকে। তারপর তাঁকে আবিরও মাখানো হয়। পুরোহিত মশাই-এর সঙ্গে এদিন নিজেও পুজোয় সামিল হয়েছিলেন কাঞ্চন। তাঁর পাশে ছিলেন শ্রীময়া ও তাঁর মা সহ পরিবারের অন্যান্যরা।