Jaya-Kajol।  কাকা দেব মুখোপাধ্যায়ের মৃত্যু

Spread the love

অসুস্থ ছিলেন বেশকিছুদিন ধরেই, তবে দোলের দিনই মুখোপাধ্য়ায় পরিবারে আসে খারাপ খবরটা। জানা যায়, প্রয়াত অয়ন মুখোপাধ্যায়ের বাবা, বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়(Dev Mukherjee)। তবে শুধু অয়ন মুখোপাধ্যায়ের বাবা হিসাবেই নয়, সিনেমার দুনিয়াতেও বিশেষ অবদান রয়েছে দেব মুখোপাধ্যায়ের। প্রতিবছর মুম্বইয়ের বিখ্যাত ‘মুখার্জি’ পরিবারের দুর্গাপুজোয় কাজল, তনিশা, রানি, অয়ন মুখোপাধ্যায়দের সঙ্গে দেখা যেত দেব মুখোপাধ্যায়কে। 

এদিকে বচ্চন পরিবারের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের সম্পর্ক বহু পুরনো। প্রতি বছর মুখোপাধ্যায়দের দুর্গাপুজোতেও হাজির থাকতে দেখা যায় জয়া বচ্চনকে। ১৪ মার্চ, শুক্রবার তাই দেব মুখোপাধ্যায়ের মৃত্যু খবর মিলতেই ‘মুখার্জি’ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান জয়া। অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে ঢোকার পথে কাজলের সঙ্গে দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরে দীর্ঘ আলিঙ্গন করেন জয়া। কাকার মৃত্যুতে শোকাহত কাজলকে সান্ত্বনা দিতে দেখা যায় জয়াকে। এরপরে জয়া এবং কাজলকে একে অপরের সাথে কথাবার্তা বলতেও দেখা যায়। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায় তাঁদের।

তবে শুধু জয়া বচ্চনই নন, দেব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে এদিন মুখার্জি বাড়িতে পৌঁছেছিলেন আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট, রণবীর কাপুর, হৃতিক রোশন, গায়ক শান, আমির খানের স্ত্রী কিরণ রাও, সুরকার প্রীতম, এছাড়াও তনিশা, কাজলরা তো ছিলেনই।

শুক্রবার দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে আলিবাগের ছুটি কাটানো ছেড়ে বেস্টফ্রেন্ড অয়নের বাড়িতে পৌঁছে যান রণবীর কাপুর। এদিন সবসময় অয়নের পাশেই ছিলেন তিনি। শবদেহ কাঁধে নিয়ে শশ্মানেও যান।

বিখ্যাত মুখার্জি-সমর্থ পরিবারের সদস্য ছিলেন দেব মুখোপাধ্যায়। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের(Ayan Mukherjee) বাবা তিনি। আবার পরিচালক আশুতোষ গোয়ারিকরের শ্বশুরমশাইও বটে। ১৯৩০ সাল থেকে বলিউডের অবিচ্ছেদ্য অংশ তিনি তাঁর বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিওর মালিক এবং ‘লাভ ইন সিমলা’ (১৯৬০) এর মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছিলেন। দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন , যা তাঁর পরিবারের সঙ্গে সিনেমার ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছিল। তাঁর ভাইদের মধ্যে ছিলেন ১৯৬০-এর দশকের একজন সফল অভিনেতা জয় মুখোপাধ্যায় এবং অভিনেত্রী তনুজার স্বামী শোমু মুখোপাধ্যায়।

১৪ মার্চ বিকেল চারটেয় জুহুর পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেসময় অজয় দেবগণ, রানি মুখোপাধ্যায়, তনুজা, তানিশা এবং আদিত্য চোপড়া সহ তাঁর বর্ধিত পরিবারের আর বেশ কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *