সাজিদ নাদিয়াদওয়ালার আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মাঝেই দোল উৎসব উপলক্ষ্যে একটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাঁর পরিবর্তন দেখে সকলেই অবাক। আর তাঁর এই বিরাট বদলের ছবি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। কিছু ভক্ত এই ছবি দেখে মনে করেছেন যে, তিনি নতুন প্রজন্মের নায়কদের সমানে সমানে টক্কর দিতে চলেছেন।
শুক্রবার, সাজিদ-এর স্ত্রী, ওয়ার্দা খান প্রযোজক ওজন কমানোর পর তাঁর নতুন লুকের কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে এক প্রকার মুগ্ধ ভক্তরা। প্রযোজককে একটি কালো লো-নেক শার্টে অসাধারণ দেখাচ্ছিলেন। সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন একটি পীচ রঙের জ্যাকেট ও গাঢ় নীল রিপড ডেনিম জিন্স। তিনি তাঁর চুলে পনি টেল বেঁধেছিলেন। সঙ্গে ছিল সানগ্লাস। সব মিলিয়ে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল তাঁকে। ছবিটি পোস্ট করে ওয়ার্দা লিখেছেন, ‘শুভ হোলি। আপনাদের হোলির অনেক শুভেচ্ছা জানাই। সুন্দর এই গোলাপি দিন আরও শুভ হোক।’
সাজিদের লুক নেটদুনিয়ায় ঝড় তুলেছে। তাঁর এই পরিবর্তন দেখে নেটিজেনরা সাজিদের প্রশংসায় পঞ্চমুখ। একজন ভক্ত লিখেছেন, ‘কি দারুণ লুক… এখন তাঁর ছবির নায়ক হওয়ার সময় এসেছে।’ আর একজন মন্তব্য করেছেন, ‘আমার বস, আমার ঈশ্বর… তরুণ নায়কদের সঙ্গে কঠিন প্রতিযোগিতা দেওয়ার জন্য তিনি একদম তৈরি…।’ আর একজন লিখেছেন, ‘তিনি আমাদের আসল সিকান্দার।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একে বলা হয় একজন সুদর্শন রাজা।’ একজন ভক্ত লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ২১ বছর। তোমার তরুণ লুকের রহস্য কী?’
সাজিদ নাদিয়াদওয়ালার আসন্ন ছবি
সাজিদ বর্তমনে সলমন খান অভিনীত তাঁর সর্বশেষ প্রযোজিত ছবি ‘সিকান্দার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দন্না, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, সত্যরাজ এবং শারমন যোশী। ছবিটি এই ঈদে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়াও, তাঁর ঝুলিতে রয়েছে অক্ষয় কুমারের আসন্ন ছবি, ‘হাউসফুল ৫’। ছবিটি হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি হতে চলেছে। এতে ববি দেওল, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, সোনম বাজওয়া, জ্যাকলিন ফার্নান্দেজরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সলমন খানের সঙ্গে তাঁর ‘কিক ২’ও আসবে।