Sensex crosses 80,000-mark: সেনসেক্স পেরোল ৮০,০০০-র গণ্ডি

Spread the love

শেয়ার বাজারে ইতিহাস তৈরি হল। ইতিহাসে প্রথমবার ৮০,০০০ পয়েন্টের গণ্ডি পার করল সেনসেক্স(Sensex)। একইভাবে বাজার খোলার পরই সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে নিফটি। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় বিএসইয়ের (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) সূচক সেনসেক্স(Sensex)। চার মিনিট (সকাল ৯ টা ৫ মিনিট) পরে সেটা আরও বেড়ে ৮০,১৪০.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনসিই) তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় নিফটি৫০। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের সেই উত্থান হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে নুভামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিয়েটিভ রিসার্চের প্রধান অভিলাষ পাগাড়িয়া জানিয়েছেন, এখন শেয়ার বাজারকে ‘বুস্টার’ দেবে HDFC ব্যাঙ্ক।

শৃঙ্গে HDFC ব্যাঙ্কের শেয়ার

বুধবার বাজার খোলার পরে এনএসইতে ৩.৬৬ শতাংশ উত্থান হয়েছে HDFC ব্যাঙ্কের। তার ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৭৯৪ টাকা। অন্যদিকে, সকাল ৯ টা ৪১ মিনিটে বিএসইতে HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৭৭৬.৭ টাকা। মঙ্গলবার বাজার বন্ধের সময় HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম ১,৭৩০.৫৫ টাকা ছিল। আর বাজার খোলার সময় সেটা দাঁড়ায় ১,৭৮৯ টাকায়। একটা সময় ১,৭৯১.২৫ টাকায় পৌঁছে যায়। যা ৫২ সপ্তাহে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *