WPL 2025 All Awards List। চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল MI? 

Spread the love

উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫ চ্যাম্পিয়ন হয়ে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স(Mi)। টানা তৃতীয়বার ফাইনালে হেরে দিল্লি ক্যাপিটালস পুরস্কার মূল্য হিসেবে হাতে পায় চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা।

দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স পুরস্কার মূল্য হিসেবে ৬ কোটি টাকা ঘরে তোলে। রানার্স দল দিল্লি ক্যাপিটালস পায় ৩ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের হাতে ওঠে ঝকঝকে ট্রফি। দিল্লি ক্য়াপিটালসকে ফের রানার্স শিল্ডেই সন্তুষ্ট থাকতে হয়।

ডব্লিউপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ন্যাট সিভার ব্রান্ট। তিনি ১০ ম্যাচে ব্যাট করে সাকুল্যে ৫২৩ রান সংগ্রহ করেন। সব থেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দখল নেন মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার অ্যামেলিয়া কের। তিনি ১০ ম্যাচে বল করে ১৮টি উইকেট দখল করেন। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউজও ১৮টি উইকেট নেন। তবে তিনি বোলিং গড় ও ইকনমি-রেটে অ্যামিলিয়ার থেকে পিছিয়ে থাকেন।

ন্যাট সিভার ব্রান্ট ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্সের মেলে ধরার সুবাদে টুর্নামেন্টের সেরা (মোস্ট ভ্যালুয়েবল) ক্রিকেটারের পুরস্কার পকেটে পোরেন। ১০ ম্যাচে ৫২৩ রান সংগ্রহ করার পাশাপাশি ১২টি উইকেটও দখল করেন তিনি।

উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর পুরস্কার তালিকা

১. সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচ: মারিজান কাপ (গাড়ি)।

২. সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ- হরমনপ্রীত কৌর (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৩. ক্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচ- অ্যামেলিয়া কের (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৪. গ্রিন ডট বল অফ দ্য ফাইনাল ম্যাচ- মারিজান কাপ (স্মারক ও ১ লক্ষ টাকা)।

৫. ফাইনালের সেরা ক্রিকেটার: হরমনপ্রীত কৌর (২ লক্ষ ৫০ হাজার টাকা ও ট্রফি)।

৬. সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন- শিনেল হেনরি (গাড়ি)।

৭. সিক্সেস অফ দ্য সিজন- অ্যাশলেই গার্ডনার (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

৮. ক্যাচ অফ দ্য সিজন- অ্যানাবেল সাদারল্যান্ড (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

৯. গ্রিন ডট বল অফ দ্য সিজন- শাবনিম ইসমাইল (স্মারক ও ৫ লক্ষ টাকা)।

১০. সেরা উঠতি ক্রিকেটার: আমনজ্যোৎ কৌর (৫ লক্ষ টাকা ও ট্রফি)।

১১. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: গুজরাট জায়ান্টস (স্মারক)।

১২. বেগুনি টুপি (সব থেকে বেশি উইকেট): অ্যামেলিয়া কের (৫ লক্ষ টাকা ও স্মারক)।

১৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান): ন্যাট সিভার ব্রান্ট (৫ লক্ষ টাকা ও স্মারক)।

১৪. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ন্যাট সিভার ব্রান্ট (৫ লক্ষ টাকা ও স্মারক)।

১৫. রানার্স দল: দিল্লি ক্যাপিটালস (৩ কোটি টাকা ও রানার্স শিল্ড)।

১৬. চ্যাম্পিয়ন দল: মুম্বই ইন্ডিয়ান্স (৬ কোটি টাকা ও ট্রফি)।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনালের ফলাফল

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। ৪৪ বলে ৬৬ রান করেন হরমনপ্রীত কৌর। তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। দিল্লির হয়ে ১১ রানে ২টি উইকেট নেন মারিজান কাপ।

পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪১ রানে আটকে যায়। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ বলে ৪০ রান করেন দিল্লির মারিজান কাপ। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। মুম্বইয়ের হয়ে ৩০ রানে ৩টি উইকেট নেন ন্যাট সিভার ব্রান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *