অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্তর(Aditya Sengupta) জন্মদিনে প্রেমটা অফিসিয়াল করেন অনুষা বিশ্বনাথন। মিষ্টি এই ছবিদুটি শেয়ার করে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে হ্যান্ডসাম। আই লাভ উই।’ খুব সহজ-সরলভাবেই হয়েছিল প্রেমের ইস্তেহার। আর তারপর থেকে অনেকের মনেই প্রশ্ব, এবার কি দুজনে ভাবছেন বিয়ের কথা?
যদিও অনুষা ও আদিত্যর প্রেমচর্চা শুরু হয়েছিল, যখন দুজনে একসঙ্গে টেলর সুইফটের কনসার্টে ধরা দিয়েছিলেন। জানা যায় যে, তাঁদের প্রেমের শুরু হয়েছিল আদিত্যর পরিচানায় যখন কাজ করছিলেন অনুষা। এর আগে, ঋতব্রত মুখোপাধ্যায়ের(Ritabrata Mukherjee) সঙ্গে ছিল অনুষার প্রেমের গুঞ্জন। যদিও দুজন একে-অপরকে বন্ধু বলেই দিতেন পরিচয়।
একসঙ্গে দোল খেললেন অনুষা ও আদিত্য। হোলির দিন হলুদ পাঞ্জাবি ছিল আদিত্যর গায়ে। আর অনুষাকে দেখা গেল সাদা কুর্তা ও গোলাপি রঙের ওড়নায়। প্রেমিকের বাড়ির ছাদেই, পরিবারের সঙ্গে জমিয়ে রং খেললেন অভিনেত্রী। দেখা মিলল আদিত্যর পরিবারেরও। তাহলে কি সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? অনুষা এই নিয়ে আনন্দবাজারকে জানালেন, ‘এখনই বিয়ের কথা আমরা ভাবছি না। এখনও অনেকটা পথ চলতে হবে।’ সঙ্গে জানান, আদিত্যর বাড়িতে যাতায়াত আছে তাঁর। প্রেমের আগে থেকেই, দুজনের বন্ধুত্ব।
সঙ্গে আদিত্য জানালেন, তাঁর পরিবার পছন্দ করে অনুষাকে। প্রেমিকের বাড়িতে অবাধ যাতায়াতও আছে। তবে সবার আগে,কেরিয়ারে আরও একটু থিতু হতে চান দুজনে। নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। তারপর ভাববেন বিয়ের কথা।
বিয়ে নিয়ে কেন এত দ্বিধা? কমিটমেন্ট ফোবিয়া? নাকি ছোটবেলার মা-বাবার বিচ্ছেদ দেখেছেন বলে, ভয় পাচ্ছেন আদিত্য? তবে এই প্রশ্ন উড়িয়েই দিলেন আদিত্য। স্পষ্ট জানালেন, বাবার (দেবাংশু সেনগুপ্ত) সঙ্গে তাঁর মা খেয়ালি দস্তিদারের ঝামেলা যেমন দেখেছেন, তেমনই আবার বাপি (অরিন্দম গঙ্গোপাধ্যায়)-র সঙ্গে দেখেছেন মায়ের সুখের সংসার। ফলে একটুও ভয় পান না দায়িত্ব নিতে।
দেবাংশু সেনগুপ্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন খেয়ালী। ফলে ছোট থেকে অরিন্দমকে বাবা-র স্থানে বসিয়েছেন আদিত্য। সঙ্গে কাছের ছিলেন জন্মদাতারও। ২০১৪ সালে মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় দেবাংশুর। দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। কলকাতায় এসেছিল কফিনবন্দি দেহ।
একবার দিদি নম্বর ১-এ এসে খেয়ালি জানিয়েছিলেন, তিনি ২য় বিয়ে করারপর, স্কুলে কটাক্ষের মুখে পড়েন আদিত্য। তাঁকে শুনতে হয়েছিল, ‘তোর দুটো বাবা’। অভিনেত্রী বলেন, ‘একদিন ও স্কুল থেকে এসে বলল, মা আমাকে সবাই বলেছে ‘তোর মায়ের দুটো বিয়ে, তোর মায়ের দুটো বর। এমনটা কেন বলছে? আমি বললাম, তুমি ওদের বলবে হ্যাঁ, আমার মায়ের দুটো বিয়ে। আমার মা ডিভোর্সী। আমি আমার সৎ বাবার সঙ্গে থাকি।’মায়ের ২য় বিয়ে দেখতে হবে ছেলেকে, বিষয়টি মেনে নিতে পারেননি খেয়ালী। অরিন্দমের সঙ্গে বিয়ের সময় তাই ছেলেকে গাড়ির চালকের সঙ্গে বেড়াতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে নাকি বেশ আক্ষেপ আদিত্যর, মায়ের বিয়ে দেখতে পারেননি তিনি। অরিন্দমের কাছে এই নিয়ে অভিযোগও করেছেন। আসলে অরিন্দমও ছোট থেকেই আগলে রেখেছিলেন আদিত্যকে। তাই মা-বাবার ভাঙনের ছাপ মনে সেভাবে গভীর প্রভাব ফেলতেই পারেনি।