Narendra Modi Podcast। ভারত-পাক দ্বৈরথ নিয়ে ‘বুমরাহ’ হলেন মোদী

Spread the love

ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা সারা বিশ্বে বিখ্যাত। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার জেরে এই বৈরিতা আরও তীব্র হয়। এমন পরিস্থিতিতে যখনই দুই দেশের মধ্যে কোনও ম্যাচ হয়, তখন সকলের দৃষ্টি আটকে থাকে সেই ম্যাচের দিকেই। শুধু ভারত-পাকিস্তান বলে নয়, গোটা বিশ্বেই এই ম্যাচের জন্য আলাদা উন্মাদনা থাকে। বিখ্যাত সেলিব্রিটি থেকে রাজনীতিবিদও এই ম্যাচের উন্মাদনায় গা ভাসিয়ে দেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলেছেন। শুধু মুখই খোলেননি, দিয়েছেন মজাদার উত্তর।

বিখ্যাত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে একটি বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে তাঁর মতামত শেয়ার করেছেন। এই সাক্ষাৎকারে ফ্রিডম্যান খেলাধূলা এবং বিশেষ করে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, খেলাধূলার উদ্দেশ্য হল শক্তি বাড়ানো এবং তিনি এটিকে মানব উন্নয়নের একটি রূপ হিসেবে দেখেন। তিনি আরও বলেছেন, খেলাধূলার নিয়ে কোনও রকম গা-ছাড়া ভাব বা গুরুত্ব না দেওয়ার বিষয়টি দেখতে চান না।

‘ফলাফলই বলে দিচ্ছে কোন দল ভালো’
ভারত ও পাকিস্তানের মধ্যে কোন দল ভালো? এর জবাবে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বলে দিয়েছেন যে, তিনি টেকনিক্যাল পার্সেন নন। তার পরেও নিজের স্টাইলে মোদী বলে দেন, কোন দল আসলে ভালো। লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘কে ভালো, কে খারাপ, খেলার কৌশল সম্পর্কে আমি বলতে পারব না, আমি এতে বিশেষজ্ঞ নই, যারা জানেন, তাঁরাই বলতে পারবেন। তবে কিছু ফলাফল দেখা যাচ্ছে, কয়েক দিন আগে ভারত-পাকিস্তানের ম্যাচের মতো, ফলাফলই বলছে কোন দলটি ভালো।’

বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি- একই গল্প
এখন সাম্প্রতিক ফলাফল কী ছিল, তা কারও কাছে গোপন নেই। ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই ম্যাচে ফের একতরফা ভাবে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। একই ভাবে, গত বছর টি২০ বিশ্বকাপে এবং তার আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারতীয় দল পাকিস্তানকে খারাপ ভাবে হারিয়েছিল। স্পষ্টতই, কোন দল ভালো, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীরও বেশি কিছু বলার দরকার নেই। তিনি তাঁর মজার স্টাইলে বলে দিয়েছেন যে, বর্তমানে টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তানি দল কিছুই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *