Modi giving water to opposition MPs: তাঁর ভাষণের সময় টানা চিৎকার! বিরোধী সাংসদের জল দিলেন মোদী

Spread the love

মঙ্গলবার লোকসভায় তাঁর ১৩৫ মিনিটের ভাষণের সময় লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছিলেন বিরোধী সাংসদরা। কখনও মণিপুর নিয়ে স্লোগান উঠেছে। কখনও স্লোগান উঠেছে ‘তানাশাহি নেহি চলেগি’। মোদীর(Narendra Modi) সেই আচরণে মজেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘মোদী দ্য বস। যে বিরোধী সাংসদরা লাগাতার হট্টগোল করে যাচ্ছিলেন, তাঁদের জল দিলেন মোদীজি। একজন আবার সেটা নিলেন।’ অপর এক নেটিজেন বলেন, ‘লোকসভায় যখন প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়েলে নেমে বিরোধী সাংসদরা হইচই করছিলেন। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান তুলছিলেন, তাঁদের জল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁদের জল দিলেন মোদী(Narendra Modi)। পুরো KING BEHAVIOUR (রাজা সুলভ আচরণ)।’

বাংলার তৃণমূল সরকারকে খোঁচা BJP-র

আর সেই ঘটনা নিয়ে বিরোধীদের খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তুলে এনেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘তাঁর পুরো ভাষণের সময় হট্টগোল করে যাওয়া বিরোধী নেতাদের জল দিলেন একনায়ক মোদী। অন্যদিকে, স্রেফ ৬৫ জন দলিত মানুষের মৃত্যু নিয়ে প্রশ্ন করায় তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেয় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সরকার। আবার তালিবানি কায়দায় তৃণমূল কংগ্রেসের নেতার ছড়ি মারার ঘটনার খবর করার জন্য লোকজনের বিরুদ্ধে মামলা করে পশ্চিমবঙ্গ পুলিশ।’

চেনা ফর্মে মোদী

এমনিতে মঙ্গলবার একেবারে পুরোপুরি নিজের চেনা ফর্মে ছিলেন মোদী। নিজের তৃতীয় দফার প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, তার উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের জবাব দেন প্রধানমন্ত্রী। অন্যান্য সময় যেমন বিরোধীদের নিয়ে উপহাস করেন, কটাক্ষ করেন, মঙ্গলবারও সেটার ব্যতিক্রম হয়নি। বিশেষত তাঁর নিশানায় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নাম না করে তাঁকে কটাক্ষ করেন।

রাহুলকে খোঁচা মোদীর

মোদী খোঁচা দেন, সোমবার লোকসভায় ‘বাক্যবুদ্ধির বিলাপ’ চলছিল (সোমবার লোকসভায় ভাষণ দেন রাহুল)। ‘ড্রামাবাজি’ করা হচ্ছিল। বলা হচ্ছিল যে ‘আমায় এখানে মারা হয়েছে, ওখানে মারা হয়েছে’। আর সেই ঘটনা দেখে তাঁর একটি গল্প মনে পড়ে গিয়েছে বলেও জানান মোদী। যে গল্পে নাকি এক খুদে স্কুল থেকে এসে খুব কাঁদছিল। তো মা জিজ্ঞাসা করছিলেন যে কী হয়েছে। সেইসব কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছিল। আর মা পরে জানতে পারেন যে বাচ্চাটি স্কুলে গিয়ে শিক্ষকদের চোর বলেছে। সহপাঠীদের মা তুলে গালাগালি দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *