গ্রামের পুজোর দখল কাদের হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের(Tmc) ২ গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল একজনের। ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চিন্তামণিপুর। এই ঘটনায় ইঁট, লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বুথ সভাপতির দিকে। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসেছে।
জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বছর দুয়েক আগে কয়েকটি পরিবারকে গ্রামের দোলকালী পুজো(Kalipuja) থেকে বাদ দেওয়া হয়। রবিবার পুজোর বিসর্জনের সময় মাইক বাজানো নিয়ে তাদের সঙ্গে অন্য গোষ্ঠীর বিবাদ বাঁধে। সোমবার সকালে পুজো থেকে যাদের বাদ দেওয়া হয়েছে তারা মন্দিরে তালা লাগাতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, লঙ্কার গুঁড়ো ও ইট নিয়ে এক গোষ্ঠীর ওপর হামলা চালায় তৃণমূলের অপর গোষ্ঠী। দুপক্ষের সংঘর্ষে শীতল খাঁ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ বলে মানতে রাজি নয় তৃণমূল। দলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ‘এটা একটা গ্রাম্য বিবাদ। এই গ্রামে ঝামেলা অনেক পুরনো। এখানে আগেও গোলমাল হয়েছে। পুলিশ তদন্ত করছে।’