‘ছাবা’ ছাপিয়ে গেল অ্যানিম্যাল-পাঠান-কে! 

Spread the love

ভিকি কৌশল(Vicky Kaushal) এবং রশ্মিকা মন্দনা(Rashmika Madanna) অভিনীত ‘ছাবা’ পঞ্চম সপ্তাহেও বক্স অফিস কাঁপাচ্ছে। ছবিটি চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি তো বটেই, তাছাড়াও বর্তমানে এর কালেকশন শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে!

ছাভা বক্স অফিস কালেকশন

স্যাকনিল্ক অনুসারে, ছবিটি পঞ্চম রবিবারে ৩১ দিনে বক্স অফিসে ৮ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ছবির মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকায় (হিন্দি: ৫৪৮.৭ কোটি এবং তেলেগু: ১৩.৯৫ কোটি )। ছাভা ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। 

ছাভা রণবীর কাপুরের(Ranbir Kapoor) অভিনীত সন্দীপ রেড্ডি(Sandip Reddy) ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’-এর ঘরোয়া বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। ‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি টাকা আয় করেছিল। এই ছবিটি মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম।

তবে কেবল ‘ছাভা’ কেবল ‘অ্যালিম্যাল’ নয় পাশাপাশি আরও একটি হিট ছবির আয়কে টক্কর দিয়েছে এই ছবির আয়। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’-এর ঘরোয়া বক্স অফিস কালেকশনকেও ছাড়িয়ে গিয়েছে। এই ছবিটিও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় ছবিটির ঘরোয়া বক্স অফিস কালেকশন হয়েছিল ৫৪৩.০৯ কোটি।

ছাভা সম্পর্কে

‘ছাভা’ ‘শিবাজি সাওয়ান্ত নামের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি। লক্ষ্মণ উতেকর পরিচালিত, এই ছবিতে মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক। নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় খান্নাকে। তাছাড়াও ভিকির বিপরীতে নজর কেড়েছেন রশ্মিকা মন্দন্না। এছাড়াও এই ছবিতে রয়েছেন দিব্যা দত্ত এবং ডায়ানা পেন্টিও। 

গত মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির বিজ্ঞান ভবনে ৯৮ তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যে বক্তব্য রাখার সময় ‘ছাবা’ প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি ছবিটির দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, ‘মারাঠি ছবির পাশাপাশি, হিন্দি সিনেমাকেও নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে মহারাষ্ট্র এবং মুম্বই। আর এখন ‘ছাবা’ ছবির ব্যাপক জনপ্রিয়তা দেখেও তা বেশ ভালোই বোঝা যাচ্ছে (ইন দিনো ছাবাকি ধুম মাচি হুয়ি হ্যায়)। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস থেকে সম্ভাজি মহারাজের বীরত্বের পরিচয় পাওয়া যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *