Modi on Kumbha। পদপিষ্ট হয়ে ভক্তদের মৃত্যু ! কুম্ভের সাফল্যের ‘ক্রেডিট’

Spread the love

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন প্রয়াগরাজে মহা কুম্ভ ২০২৫-এর সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। এই কুম্ভতেই সপ্তাহ খানেক আগে শাহি স্নানের সময় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বহু পূণ্যার্থী। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা উঠেছিল তুঙ্গে। এদিকে কুম্ভের সময় গঙ্গায় মলমূত্রে থাকা জীবাণুর মাত্রা অতিরিক্ত ছিল বলে দাবি করা হয়েছিল একটি সরকারি রিপোর্টে। তা নিয়েও বিতর্ক হয়েছিল। তবে এই সবের মাঝেই ৪৫ দিন ধরে চলে মহাকুম্ভ। আর কুম্ভমেলার পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতির প্রশংসা করলেন মোদী। 

সংসদে আজ তিনি এই বিষয়ে বলেন, ‘প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যে অবদান রাখা দেশের কোটি কোটি মানুষের কাছে আমি মাথা নত করছি।’ মোদীর কথায়, ‘প্রয়াগরাজের মহা কুম্ভ নিয়ে কথা বলার জন্য আমি আজ এখানে দাঁড়িয়েছি। আমি কোটি কোটি দেশবাসীকে অভিনন্দন জানাই যাদের কারণে মহাকুম্ভ সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। মহা কুম্ভের সাফল্যে অনেক লোকের অবদান আছে… আমি ভারত, উত্তরপ্রদেশ এবং প্রয়াগরাজের জনগণকে ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি লাল কেল্লা থেকে ‘সবকা সাথ সব কা বিকাশ’-এর গুরুত্বের ওপর জোর দিয়েছিলাম। সমগ্র বিশ্ব মহা কুম্ভের আকারে ভারতের মহিমা দেখেছে… আমরা মহা কুম্ভে একটি জাতীয় জাগরণ প্রত্যক্ষ করেছি, যা নতুন অর্জনকে অনুপ্রাণিত করবে… যারা আমাদের শক্তি নিয়ে সন্দেহ পোষণ করে, তাদের উপযুক্ত জবাবও দিয়েছে এটা।’

আজ সংসদে মোদী আরও বলেন, ‘গত বছর, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টার সময়, আমরা দেখেছিলাম যে দেশ কীভাবে আগামী এক হাজার বছরের জন্য নিজেকে প্রস্তুত করছে। মহা কুম্ভের সময় এই চিন্তা আরও শক্তিশালী হয়েছিল… দেশের একসাথে জেগে উঠেছে। এতে সামষ্টিক শক্তি বাড়িয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *