ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার বড় আপডেট। রাজ্যে কারা অন্য়ান্য অনগ্রসর সার্টিফিকেট পাওয়ার যোগ্য তা নিয়ে নতুন করে সমীক্ষা করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট রাজ্য়ের এই প্রস্তাবে সায় দিয়েছে।
রাজ্যের তরফে কী জানানো হয়েছে সুপ্রিম কোর্টে?
রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে ওবিসি তালিকার মধ্য়ে নতুন কোন সম্প্রদায়দের অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে রাজ্য়ের তরফে সমীক্ষা করা হবে। এই কাজ করতে অন্তত তিনমাস সময় লাগতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ যে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত আরও জানিয়েছে যে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্য়ের পদক্ষেপ নির্ভর করবে।
রাজ্য়ের তরফে নতুন করে সমীক্ষার কথা উল্লেখ করে তিন মাস সময় চাওয়া হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বলের আবেদন শুনে বিচারপতি বি আর গভাই জানতে চান রাজ্যের নতুন করে সমীক্ষা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। এরপর রাজ্যের তরফে আইনজীবী বলেন, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরের শুনানি হবে।
প্রসঙ্গত এর আগে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে করা হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। গত ২২শে মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হল বলে জানিয়ে দিয়েছিল। এরপর জোর শোরগোল পড়ে যায়। এদিকে হাইকোর্টের এই নির্দেশের পরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটকে ঘিরে প্রশ্ন উঠে যায়।
এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছিল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল। অবশেষে এল সুপ্রিম কোর্টের রায়। সেই রায় অনুসারে এবার সমীক্ষার কথা উল্লেখ করল রাজ্য় সরকার। তাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। হাতে তিন মাস সময়। তারপর এনিয়ে পরবর্তী শুনানি। তার মধ্য়ে এই সমীক্ষায় কী উঠে আসে সেটাও দেখার।