ব্রুকের আইপিএল থেকে ২ বছরের নির্বাসনকে সমর্থন KKR তারকার

Spread the love

অতীতে বহুবার একই কারণে সমস্যায় পড়তে হয়েছে আইপিএল ফ্র্য়াঞ্চাইজিদের। শেষমেশ নিয়ম করে বিষয়টি আটকানোর পরিকল্পনা করে বিসিসিআই। তাতে কিছুটা সুরাহা হলেও একেবারে আটকানো যায়নি অনভিপ্রেত ঘটনা। তবে শেষমেশ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদের সতর্ক করে দিতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আসলে নিলামে মনের মতো দাম না পেয়ে আইপিএল থেকে নাম তুলে নেওয়া কার্যত অভ্যাসে পরিণত করেছিল বিদেশি ক্রিকেটাররা। বিশেষ করে ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ে বেশি করে। আইপিএল ২০২৪-এর আগে এমন ঘটনা দেখা যায় বিস্তর। টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক ব্রিটিশ ক্রিকেটারকে আইপিএল থেকে সরে দাঁড়াতে দেখা যায়।

ফলে আইপিএল ২০২৫-এর আগে বিসিসিআই নিয়ম করে যে, চোট-আঘাত অথবা গ্রহণযোগ্য কারণ ছাড়া নিলামে দল পাওয়া কোনও ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ালে ২ বছর তাঁকে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে। আসলে ফ্র্যাঞ্চাইজিরা পিরকল্পনা করেই নিলাম থেকে প্রয়োজন মতো ক্রিকেটার কিনে দল সাজায়। হঠাৎ করে কোনও ক্রিকেটার সরে দাঁড়ালে স্কোয়াড দুর্বল হয়ে পড়াই স্বাভাবিক।

বোর্ডের এমন নিয়ম সত্ত্বেও হ্যারি ব্রুক এবছর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন। উল্লেখ্য, ব্রুক গত বছরেও একই কাজ করেছিলেন। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ২ বছরের নির্বাসনের আওতায় পড়েন ব্রুক।

হ্যারি ব্রুকের নির্বাসনের শাস্তি কঠোর হয়ে গিয়েছে কিনা জানতে চাওয়া হলে খোলামেলা প্রতিক্রিয়া দেন মইন আলি। এক্ষেত্রে তিনি নিজের জাতীয় দলের তারকাকে সমর্থন করেননি কোনওভাবেই। মইনের স্পষ্ট দাবি, দলের যাবতীয় পরিকল্পনা ধাক্কা খায় কোনও ক্রিকেটার এভাবে সরে দাঁড়ালে। এটা বন্ধ হওয়া দরকার।

Beard Before Cricket পডকাস্টে মইন বলেন, ‘এটা মোটেও কঠোর শাস্তি নয়। আমি এটাকে পুরোপুরি সমর্থন করি। অনেকেই এটা করে (টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয়)। লোকে এটা করে এবং পরে টুর্নামেন্টে ফিরে এসে মোটা অঙ্কের আর্থিক চুক্তি পেয়ে যায়। এটা একই সঙ্গে অনেক বিষয় এলোমেলো করে দেয়।’

মইন আরও বলেন, ‘ওর সরে দাঁড়ানো দলকে (দিল্লি ক্যাপিটালসকে) সমস্যায় ফেলবে। যে কোনও দল হ্যারি ব্রুকের মতো ক্রিকেটারকে স্কোয়াড থেকে হারালে সমস্যায় পড়বে। ওর দলকে এখন সব কিছু নতুন করে সাজাতে হবে। তাছাড়া নিয়ম রয়েছে যদি সরে দাঁড়াও তাহলে নির্বাসিত হবে। চোট বা পারিবারিক কারণ থাকলে সেটা আলাদা বিষয়। তাই জেনেশুনে সরে দাঁড়িয়েছ যখন, নিয়ম মতো নির্বাসিত হতে হবে।’

মইন আলি অবশ্য স্বীকার করে নেন যে, সম্ভবত সীমিত ওভারের ক্রিকেটে বাটলার পরবর্তী ইংল্যান্ড দলনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই হয়তো আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখা শ্রেয় মনে করেন হ্যারি ব্রুক। উল্লেখ্য, মইন আলি এবছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে মাঠে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *