পাক-ভূমে অস্ত্র সরবরাহ নিয়ে নেদারল্যান্ডসকে বড় বার্তা দিল্লির

Spread the love

দীর্ঘ কয়েক দশক ধরে পাকিস্তানের সমর্থিত সন্ত্রাসের মোকাবিলা করে চলেছে ভারত। সেই কথা উল্লেখ করে, এবার পাকিস্তানে সামরিক অস্ত্র সরবরাহ না করার অনুরোধ নেদারল্যান্ডসকে করল দিল্লি(Delhi)। সদ্য, দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেল ব্রেকেলম্যানের সাক্ষাৎ হয়। আর সেখানেই ভারতের তরফে এই কথা জানানো হয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রীকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার সূত্রে জানা গিয়েছে, নেদারল্যান্ডসকে ভারতের তরফে সাফ জানানো হয়েছে, পাকিস্তানকে অস্ত্র প্রদান আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকর। একইসঙ্গে দিল্লি জানিয়েছে, যে সমস্ত দেশ ভারতের বন্ধু, তাদের পাকিস্তানের মতো ‘সন্ত্রাসের চেনা সমর্থকে’র পাশে থাকা উচিত নয়। উল্লেখ্য, জানা যাচ্ছে, নৌসেনা সংক্রান্ত সামরিক ক্ষেত্রে নেদারল্যান্ডস আর পাকিস্তান সহযোগিতার দিকে এগোতে চলেছে। সেক্ষেত্রে, নেদারল্যান্ডস, পাকিস্তানকে ‘সেকেন্ড হ্যান্ড মাইন হান্টার্স’, ‘অফশোর পেট্রোল ভেসেল’ সরবরাহ করেছে। সেই মর্মেই নেদারল্যাল্ডসের প্রতি বড় বার্তা দিয়েছে ভারত। জানা গিয়েছে, বহু ডাচ সংস্থা সামরিক বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে সংযোগে রয়েছে। আর তা বিশেষত রয়েছে নৌসেনা ক্ষেত্রে। জানা যাচ্ছে, নেদারল্যান্ডসের দামেন শিপইয়ার্ড থেকে ১৯০০ টন মাল্টিরোল অফশোর পেট্রোল ভেসেল গিয়েছে পাকিস্তানে। 

 এদিকে, জানা যাচ্ছে, রাজনাথ সিং ও ব্রেকেলম্যান তাঁদের বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, তথ্যের আদান প্রদান ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও তাঁদের আলোচনায় এসেছে, ইন্দো পেসিফিক এলাকা সম্পর্কিত বিষয় ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়। জানা যাচ্ছে, জাহাজ নির্মাণ সংক্রান্ত ক্ষেত্রেও দুই পক্ষের আলোচনা হয়েছে। সূত্রের খবর,’ তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সংশ্লিষ্ট প্রযুক্তির মতো ক্ষেত্রে একসাথে কাজ করার বিষয়েও আলোচনা করেছেন, পাশাপাশি তাদের নিজ নিজ প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে সংযুক্ত করার দিক নিয়েও আলোচনা হয়েছে।’ 

এদিকে, এক্সপোস্টে রাজনাথ সিং(Rajnath Singh) এই বৈঠক নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি সেখানে লিখেছেন,’ দিল্লিতে নেদারল্যান্ডসের তরুণ এবং গতিশীল প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলম্যানসের সাথে দেখা করে আনন্দিত। আমরা ভারত-নেদারল্যান্ডস প্রতিরক্ষা সহযোগিতার সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছি।’ এরইসঙ্গে তিনি জানান,’ আমরা আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও গভীর এবং উন্নত করার জন্য উন্মুখ। আমাদের আলোচনার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *