সায়ন্ত মোদকের(Sayanta Modak) সঙ্গে নাকি সম্পর্কে আছেন প্রত্যুষা পাল, সম্প্রতি এমনটাই রটে গিয়েছিল। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী। কী জানালেন তিনি?
কী বলেছেন প্রত্যুষা?
এদিন একটি ভিডিয়ো পোস্ট করে প্রত্যুষা বলেন, ‘ভিডিয়োটা আমি এক প্রকার বাধ্য হয়ে বানাচ্ছি, কারণ এই বিষয়ে আমার কথা বলার কোনও ইচ্ছে ছিল না। কিন্তু ফেসবুকে কিছুদিন ধরে একটা ভিডিয়ো দারুণ ভাইরাল হতে দেখছি, আমাকে সায়কও পাঠিয়েছি। আমার নিজের চোখেও পড়েছে। কিন্তু আমি জানি না এই মন্তব্য কতজন অবধি পৌঁছবে তাই মনে হল এটা ভিডিয়ো করে ক্ল্যারিফাই করাটা জরুরি। সায়ন্তর সঙ্গে আমার কোনও লিংক নেই। আমি ওর সঙ্গে দুটো কাজ করেছি। ওভাবেই চিনি। বহুদিন ধরে চিনি। বহু কাজের জায়গায় ওর সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু তার থেকে বেশি কিছু নয়।’
তিনি এদিন আরও বলেন, ‘তাই দয়া করে আমার ছবি ব্যবহার করে কিছু না জেনে লিখবেন না। এমনকি যে ছবি ব্যবহার করা হয়েছে সেটা আমাদের প্রজেক্টের স্ক্রিনশট। দুজনের একসঙ্গে কোনও ছবিও নেই আলাদা। দয়া করে কোনও ভুয়ো তথ্য ছড়াবেন না। আগে যে কোনও ফ্যাক্ট চেক করুন, জানুন যে ঠিক বলছেন কিনা, খালি কটা ভিউজের জন্য যার তার নাম যার তার সঙ্গে জুড়ে ভিডিয়ো বানিয়ে দেওয়াটা একটা সুবিধার কাজ বলে আমার মনে হয় না।’
তবে সম্প্রতি কিরণ, দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কারা যা যা জানিয়েছেন, তাঁরা যে সমস্যায় পড়েছিলেন সায়ন্তর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সেগুলোর একেবারেই উল্টো সুর শোনা গেল প্রত্যুষার গলায়। তিনি এদিন আনন্দবাজারকে জানিয়েছেন, ‘কাজের ক্ষেত্রে ভীষণ সাহায্য করে সায়ন্ত। দুর্ব্যবহার করেনি কখনও আমার সঙ্গে। দেয়নি কোনও কুপ্রস্তাব। ওকে ভালোই বলব আমি। তবে ওর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কোনও ধারণা নেই।’