সম্ভাবনা উঁকি দিচ্ছিল শুরু থেকেই। তবে শেষমেশ কার ভাগ্যে শিকে ছিঁড়বে, সেটা নিশ্চিত ছিল না। বুধবার হার্দিক পান্ডিয়া ও মাহেলা জয়াবর্ধনে পাশাপাশি বসে জানিয়ে দিলেন যে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
আসলে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই বিসিসিআই নির্বাসিত করেছে হার্দিক পান্ডিয়াকে। তাই তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন মরশুমের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না। গত বছরের অপরাধের শাস্তি এবছরে পেতে হচ্ছে হার্দিককে।
কেন নির্বাসিত হার্দিক পান্ডিয়া?
গত বছর আইপিএলে তিনবার স্লো ওভার-রেটের দায়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। নিয়ম মতো একই মরশুমে কোনও দল তৃতীয়বার স্লো-ওভার রেটের দায়ে পড়লে ক্যাপ্টেনের ৩০ লক্ষ টাকা জরিমানা হয় এবং সেই সঙ্গে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয় দলনায়ককে।
গতবছর নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। সেটি ছিল আইপিএল ২০২৪-এ মুম্বইয়ের তৃতীয় স্লো ওভার-রেটের ঘটনা। সেই কারণেই নতুন মরশুমের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না হার্দিক।
বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে হাজির হন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ও হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। মুম্বই কোচ সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দেন যে, সরকারিভাবে তাঁদের অবগত করা হয়েছে হার্দিকের নির্বাসনের বিষয়টি। তাই চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার।
প্রথম ম্যাচের নেতৃত্ব প্রসঙ্গে হার্দিক বলেন, ‘সূর্যকুমার জাতীয় দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আইপিএলের প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করার যোগ্য বিকল্প ও।’
আসলে হার্দিকের অনুপস্থিতিতে রোহিত শর্মাকে মুম্বই ফের নেতৃত্বে ফেরায় কিনা, সেটা দেখার জন্য উৎসুক ছিল ক্রিকেটমহল। তবে শেষমেশ সেই পথে হাঁটেনি মুম্বই শিবির। আসলে জসপ্রীত বুমরাহর চোট এক্ষেত্রে সূর্যর প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি পাওয়ার রাস্তা পরিষ্কার করে দেয়। কোচ জয়াবর্ধনে স্পষ্ট জানিয়ে দেন যে, বুমরাহ এনসিএ-তে রয়েছেন। কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা এখনও নিশ্চিত নয়।
বুমরাহ ইতিমধ্যেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। নিজের পারফর্ম্যান্স দিয়ে এই মুহূর্তে যে রকম প্রভাব তৈরি করতে পেরেছেন বুমরাহ, তাতে তিনি মুম্বইয়ের ক্যাপ্টেন্সি পাওয়ার যোগ্য দাবিদার। সুতরাং, বুমরাহ শুরু থেকে দলের সঙ্গে থাকলে কাকে প্রথম ম্যাচের নেতা করা হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবেই সংশয়ে পড়ত মুম্বই ইন্ডিয়ান্স।