Supreme Court on Justice Yashwant Varma। ‘টাকা কাণ্ডের সঙ্গে’ বিচারপতি বর্মার বদলির কোনও যোগ নেই

Spread the love

বিচারপতি যশবন্ত বর্মা সম্পর্কিত বিষয় নিয়ে এবার বিবৃতি দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সুপ্রিম কোর্ট এনিয়ে বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, এটা একটা ভুল তথ্য় ও গুজব বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন সংক্রান্ত বিষয় নিয়ে। বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে( তাঁর পেরেন্ট হাইকোর্ট) বদলি সংক্রান্ত বিষয়ের প্রস্তাব, তিনি সেকেন্ড সিনিয়র মোস্ট বিচারপতি দিল্লি হাইকোর্টের, কলেজিয়ামের সদস্য। সেখানে তিনি সিনিয়রিটির দিক থেকে নবমতম। বিষয়টি ইন হাউস এনকোয়ারির বাইরে ও ইনডিপেন্ডেন্ট বিষয়। প্রস্তাবটি কলেজিয়াম যাচাই করে দেখেছে ২০২৫ সালের ২০ মার্চ, সেখানে ভারতের প্রধান বিচারপতি ও চারজন সিনিয়র মোস্ট বিচারপতি রয়েছেন। এরপর সুপ্রিম কোর্টের কনসাল্টি বিচারপতিদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে ও বিচারপতি যশবন্ত ভার্মার কাছে। যে উত্তর মিলেছিল সেটা পরীক্ষা করা হবে, এরপর কলেজিয়াম রেজোলিউশন পাশ করবে।

প্রসঙ্গত বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর প্রস্তাবকে ঘিরে সেখানকার বার অ্য়াসোসিয়েশন আপত্তি তুলেছিল। কলেজিয়ামের প্রস্তাবকে ঘিরে প্রশ্ন তুলেছিল বার অ্য়াসোসিয়েশন। তবে এবার সুপ্রিম কোর্টের বিবৃতি দিয়েছে বিচারপতি যশবন্ত বর্মা সম্পর্কিত বিষয় নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *