শুধু হোম গ্রাউন্ড ইডেনেই নয়, বরং সময় বার করে কেকেআরের অ্যাওয়ে ম্যাচেও হাজির হতে দেখা যায় শাহরুখ খানকে(Shahrukh Khan)। কেকেআর(Kkr) মালিক দলের খেলোয়াড়দের উদ্দীপ্ত করেন সারাক্ষণ। তিনি নিজেকে নাইট রাইডার্সের দ্বাদশ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন বরাবর।
এহেন কিং খান এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেই কলকাতায় হাজির। শনিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে নাইট রাইডার্স। এটিই নতুন মরশুমে টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচ।
উদ্বোধনী ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফর্ম করার কথা। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা বলিউডের বাদশারও। শাহরুখ সেই মতো উদ্বোধনী ম্যাচের আগের দিনই কলকাতায় চলে আসেন।
উল্লেখযোগ্য বিষয় হল, শহরে পা দিয়েই কিং খান দেখা করেন দলের ক্রিকেটারদের সঙ্গে। নতুন মরশুমের যাত্রা শুরুর আগে দলের সকলকে শুভেচ্ছা জানান শাহরুখ। তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। নতুন ক্রিকেটারদের স্কোয়াডে স্বাগত জানান এবং ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকেও উদ্দীপ্ত করেন এক্কেবারে গৃহকর্তার মতোই।
সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় যে, শাহরুখ নাইট তারকাদের প্রত্যেকের সঙ্গেই সোজন্য বিনিময় করেন। শুধু করমর্দনে নয়, বরং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলিঙ্গন করেন প্রত্যেককে। রিঙ্কু সিংকে চুমুও দেন তিনি। বাদ যাননি বিদেশি তারকারাও। শাহরুখ অলিঙ্গন করেন মইন আলি, এনরিখ নরকিয়াদেরও।
কিং খান নাইট তারকাদের সবার আগে সুস্থতা কামনা করেন। তিনি খুশি থাকার পরামর্শ দেন প্রত্যেককে। দলের নেতৃত্বের দায়ভার গ্রহণ করার জন্য রাহানেকে ধন্যবাদ জানান এবং আশা করেন যে, নাইট শিবিরে পরিবারের মতোই অনুভূতি পাবেন অজিঙ্কা। সেই সঙ্গে এও আশা করেন যে, ক্যাপ্টেন দারুণ খেলবেন আসন্ন আইপিএল মরশুমে।
উল্লখ্য, শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা চরমে। তবে ক্রিকেটপ্রেমীদের সেই উদ্দীপনায় জল ঢালতে পারে প্রকৃতি। ম্যাচের দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কয়েক দফায় বৃষ্টিও হয় ভালো মতোই।
যদিও ম্যাচের সময়ে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম। তাই আশা করা হচ্ছে ম্যাচ নির্বিঘ্নেই আয়োজিত হবে। নিতান্তই বৃষ্টি বাধ সাধলে ওভার কমিয়ে ছোট করেও আয়োজিত হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহারণ।