মিরিকে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত ২ পর্যটক

Spread the love

দার্জিলিংয়ের(Darjeeling) সুকিয়াপোখরি থেকে শিলিগুড়ি আসার পথে একটি চারচাকা গাড়িতে করে রওনা হন কয়েকজন যাত্রী। আজ, শনিবার মিরিকের গয়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল ওই গাড়ি। আর তার জেরে মৃত্যু হয়েছে দু’জন পর্যটকের। আর আহত হয়েছেন একাধিক। আজ সকালে মিরিকের গয়াবাড়ির এই পথ দুর্ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য পর্যটকদের মধ্যেও। কেন এমনটা হল?‌ এই প্রশ্নের এখন উত্তর খুঁজছেন সকলে। কারণ পাহাড়ে বেড়াতে এসে এমন ঘটবে তা কেউ কল্পনাও করতে পারছেন না। এখন বর্ষাকাল নয় তাহলে নিয়ন্ত্রণ হারাল কেমন করে?‌ উঠছে প্রশ্ন।

এদিকে গোয়াবাড়ি এসে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকার গাড়ি গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে বেশ কয়েকজন পর্যটক ছিলেন বলে খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পর্যটক বোঝাই গাড়ি সুখিয়াপোখরি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। তখন মিরিকের গয়াবাড়ির এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় চারচাকার গাড়ি। পথ দুর্ঘটনায় মৃত দু’‌জনের মধ্যে একজন পর্যটকের নাম পরিচয় মিলেছে। তাঁর নাম তারকি লামা। তিনি সিমিনা এলাকার বাসিন্দা। আর একজনের পরিচয় জানার চেষ্টা চলছে। বাকিদেরও পরিচয় জানার চেষ্টা চলছে।

অন্যদিকে পথ দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে মৃত্যু হয় দু’‌জনের। পথ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দারা আহতদের ওখান থেকে উদ্ধার করে মিরিক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় মিরিক থানার পুলিশ। তাঁরা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃতদের নাম পরিচয় একজনের এখনও জানা যায়নি। কী কারণে পথ দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই পথ দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা যায়। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’‌একজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া পাহাড়ে বেশ কদিন ধরে বৃষ্টি চলছে। তবে তা বর্ষাকালের মতো নাগাড়ে নয়। তবে ওই বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। আর তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ল বলে অনেকে মনে করছেন। আবার কয়েকজন বলছেন, ওই পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ি চালকও মদ্যপ অবস্থায় ছিলেন। তার মধ্যেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। যদিও এই তথ্য কতটা সত্য তা পুলিশ তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে পথ দুর্ঘটনার প্রকৃত কারণ বোঝা সম্ভব নয়। তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *