ID UL FITR Kolkata Metro Service। ইদে কমছে মেট্রোর পরিষেবা

Spread the love

ইদ উপলক্ষে মেট্রোর পরিষেবাগুলি জেনে নিন। প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ৩১শে মার্চ ইদ উল ফিতরের দিন ব্লু লাইনে মেট্রোর ২৩৬টি পরিষেবা থাকবে। গ্রিন লাইন১ এ মেট্রোর ৯০টি সার্ভিস থাকবে।

কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে, ৩১শে মার্চ সোমবার মেট্রোর ব্লু লাইনে মেট্রোতে ২৩৬টি সার্ভিস থাকবে। ১১৮টি আপ আর ১১৮টি ডাউন। তবে রোজ ২৬২টি সার্ভিস থাকে। এবার ইদের দিন সেই সার্ভিস এক ধাক্কায় কিছুটা কমিয়ে ফেলা হচ্ছে।

প্রথম মেট্রো
সকাল ৬টা বেজে ৫০ মিনিট নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত। এখানে কোনও বদল হচ্ছে না।

সকাল ৬টা বেজে ৫০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। সেখানে কোনও বদল হচ্ছে না।

সকাল ৬টা ৫৫। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। সেখানে কোনও বদল হচ্ছে না।

সকাল ৬টা বেজে ৫৫ মিনিট। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর। এখানে কোনও বদল হচ্ছে না।

শেষ সার্ভিস
রাত ৯টা বেজে ৩০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর( সেখানে কোনও বদল হচ্ছে না।

রাত ৯টা বেজে ২৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। কোনও বদল হচ্ছে না।

রাত ৯টা বেজে ৪০ মিনিট। কবি সুভাষ থেকে দমদম। ( কোনও বদল হচ্ছে না)।

স্পেশাল নাইট মেট্রো সার্ভিস হবে ব্লু লাইনে কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে। ইদের দিনেও অন্যান্যদিনের মতোই সেই পরিষেবা থাকবে।

গ্রিন লাইন-১
গ্রিন লাইন ১-এ মেট্রোতে ৯০ সার্ভিস থাকবে।( ৪৫টি আপ আর ৪৫টি ডাউন) সকাল ৬টা ৫৫ মিনিট থেকে প্রথম সার্ভিস। রাতের শেষ মেট্রো থাকবে রাত ৯টা ৪০ মিনিটে। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে।

প্রথম সার্ভিস
সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫।

সকাল ৭টা বেজে ৫ মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা।

শেষ সার্ভিস
রাত ৯টা বেজে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫

রাত ৯টা বেজে ৪০ মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত।

গ্রিন লাইন ২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে ওই দিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *