হাওড়ায় আবর্জনার সমস্যা পুরোপুরি মেটেনি এখনও। এখনও পর্যন্ত কিছু জায়গায় আবর্জনা জমে গিয়েছে। এদিকে সোমবারই ইদ। সেক্ষেত্রে উৎসবের মধ্য়ে আবর্জনা জমে থাকলে সমস্য়া হতে পারে। রবিবারও শরৎ চ্য়াটার্জি রোড অবরোধ হয়। বর্তমানে হাওড়ার আবর্জনা যাচ্ছে ধাপায়। তবে এবার হাওড়ার আবর্জনা পরিস্কার নিয়ে বড় আশ্বাস দিলেন হাওড়ার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
তিনি জানিয়েছেন, গতকাল রাতে আমরা ১৩০ মেট্রিক টন আবর্জনা সরিয়েছি। ৪০০ মেট্রিক টন আবর্জনা সরিয়েছি। বিক্ষিপ্ত কিছু জায়গা ছাড়া বেশিরভাগ আবর্জনা পরিস্কার করেছি। তবে মানুষকে বলব বার বার যা বলছি ভ্যাটে জঞ্জালটাই ফেলবেন। অন্য কিছু ফেলবেন না। দুদিনের জমা জঞ্জাল ক্লিয়ার করেছি। সারারাত কাজ হবে। কাল সকালের মধ্য়ে আবর্জনা উপচে পড়ার ব্যাপার থাকবে না। ৬ চাকার বড় ডাম্পার ব্যবহার করছি। ১০ চাকার ডাম্পার ব্যবহার করছি। ৫০ টি ডাম্পার আমাদের আছে। সুডা দিয়েছে ২০টি ডাম্পার। সব মিলিয়ে ৭০টি বড় ডাম্পার কাজ করছে। সুডার সঙ্গে অনেক ভ্যাট আমরা দেখেছি। মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে পুরো কাজ হচ্ছে।
তিনি বলেন, অবরোধ করে কোনও সমস্যা মেলে না। একটা বিপর্যয় হয়েছে। ভূমিকম্পের জন্য কেউ তো রেডি থাকে না। আমাদের যে সিস্টেম ছিল সেটা নষ্ট হয়েছে। গোটা হাওড়ায় ৬০০ মেট্রিক টন গার্বেজ। হঠাৎ রাতারাতি তো ম্যাজিককরে সব করতে পারব না। জলের জন্য কষ্ট হয়েছে এটা মানছি। মানুষ সবসময় পাশে থেকেছেন। জলের সমস্যা মিটেছে। আবর্জনার সমস্যা ৮০ শতাংশ মিটেছে। বাকি যে ২০ শতাংশ বাকি রয়েছে সেটাও মিটে যাবে। আগামী দিনে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট তৈরি করব। সেজন্য জায়গা দরকার। এক দেড় বছর সময় লাগবে। আমরা বিকল্প জায়গা খুঁজছি। সেটা পেলে আমরা সেখানেই ফেলব। যতদিন না পাচ্ছি ততদিন যে সিস্টেমে চলছে সেটাই চলবে।
তিনি বলেন, জলের সমস্যা দ্রুততার সঙ্গে মিটিয়েছি। আবর্জনার সমস্যা আগের থেকে উন্নতি হয়েছে। সন্ধ্য়াবাজার থেকে কাজীপাড়া, পিলখানা অবধি এসেছি। সমস্ত ভ্যাট প্রায় ক্লিয়ার। কদমতলা বাজারের ভ্যাট ক্লিয়ার। সুডার ডিরেক্টরের সঙ্গে ঘুরেছি। আমাদের সিস্টেমটাতে প্রবলেম হয়েছে।সকলের সাহায্য় নিয়ে , মন্ত্রী ফিরহাদ হাকিম নানাভাবে সহায়তা করেছেন।
আগামী কাল সকালের মধ্য়ে গুরুত্বপূর্ণ যে ভ্যাট আছে তা পরিস্কার থাকবে। পবিত্র ইদের দিন যাতে মানুষ উদযাপন করতে পারেন তার জন্য সব উদ্যোগ নিচ্ছি। কাল পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে। জানিয়েছেন হাওড়ার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।