Aakash chopra on MS Dhoni fake video: ভুয়া ভিডিয়ো ছড়ানোর অভিযোগে ভক্তকে কড়া জবাব দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া এক ভক্তের বিরুদ্ধে তার ধারাভাষ্য বিকৃত করে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ এনেছেন। ওই ভক্ত আকাশ চোপড়ার ধারাভাষ্যের একটি অংশ সম্পাদনা (এডিট) করে বিতর্কের জন্ম দিয়েছেন।
আসলে জানা যাচ্ছে ২৮ মার্চ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, এটা তার সঙ্গে যুক্ত। আকাশ চোপড়ার ধারাভাষ্যকে এডিট করে এই ম্যাচকে ঘিরে মিথ্যে খবর প্রচার করতে চেয়েছিলেন সেই ভক্ত। তাঁকেই এবার উচিত শিক্ষা দিয়েছেন আকাশ চোপড়া।
ওই ভক্ত আকাশ চোপড়ার ধারাভাষ্যের একটি ক্লিপ সম্পাদনা (এডিট) করে সেটি এমএস ধোনির ব্যাটিংয়ে নামার দৃশ্যের সঙ্গে সংযুক্ত করেন, যা দেখে দর্শকদের মনে হয়েছিল, মহেন্দ্র সিং ধোনির মাঠে আগমনের সময়ে আকাশ চোপড়া এই কথা গুলো বলছিলেন। তবে, বাস্তবে এই ধারাভাষ্যটি ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনির ছক্কা মারার মুহূর্তে বলা হয়েছিল।
এই ভুয়া ভিডিয়োর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন আকাশ চোপড়া এবং ভক্তদের এ ধরনের বিভ্রান্তিকর কৌশল থেকে দূরে থাকার আহ্বান জানান।
‘এক্স’ (সাবেক টুইটার)-এ ভক্তকে একহাত নিয়ে আকাশ চোপড়া লেখেন, ‘ছয় মারার ধারাভাষ্যকে এন্ট্রির দৃশ্যে বসিয়ে দাও… ভিউস/এনগেজমেন্ট বাড়িয়ে নাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন, কুশাগ্র।’
আকাশ চোপড়ার এই প্রতিক্রিয়া ক্রীড়া গণমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর ক্রমবর্ধমান সমস্যা এবং বিশ্বস্ত কনটেন্ট শেয়ারের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে। আপাতত, ভুয়া ভিডিয়োটি আর প্লে করা যাচ্ছে না এবং সেখানে ‘The media could not be played’ বার্তাটি দেখা যাচ্ছে।এ দিকে, CSK যদিও RCB-এর কাছে ৫০ রানে হেরে যায়, তবুও ধোনি ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ভক্তদের বিনোদন দেন। তিনি ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান। এছাড়া, ৪,৬৮৭ রান পার করে ধোনি CSK-এর আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সুরেশ রায়নাকে টপকে গিয়েছেন।