ইদের নমাজ পড়ে বললেন ফিরহাদ

Spread the love

ইদের নমাজ পড়ে রাজ্যে শান্তি ও ভ্রাতৃত্ববেধ বজায় রাখার আবেদন জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। সোমবার নমাজ পাঠের পর তিনি রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। তবে ফিরহাদ নিশ্চিত, জয় হবে উন্নয়নেরই।

এদিন ফিরহাদ বলেন, ‘নমাজ পড়ে আল্লাহের কাছে এই দোয়া চাইলাম, মানুষের মধ্যে যেন শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকে। সবাই যেন আমরা সুস্থ ভাবে থাকতে পারি। পৃথিবীতে যাতে শান্তি থাকে।’

এর পরই রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ করেন তিনি। ফিরহাদ বলেন, ‘কিছু মানুষ রাজনৈতিক লাভের জন্য সাম্প্রদায়িক বিভাজন ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ তাদের সমর্থন করে না। যারা সাম্প্রদায়িক বিভাজন করেন তাঁরা মূর্খ। তার কারণ উন্নয়নের সঙ্গে মানুষ থাকে। সাময়িকভাবে হয়তো ২ – ৪ জন আপনার পাশে যারা রয়েছেন তারা লাফালাফি করবেন। কিন্তু সত্যিকারের যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না।’

ফিরহাদের দাবি, ‘একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এটা ঠিক না। আমরা সবাই শান্তিতে থাকব। আনন্দের সাথে থাকব। এই দেশটা শ্রীচৈতন্যের দেশ, এটা ঠাকুর রামকৃষ্ণের দেশ। এই দেশটা আমাদের সবার শান্তির দেশ। এখানে আমরা সবাই সবাইকে আলিঙ্গন করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেশ, যেখানে মানুষ বিশ্বাস করেন, যত মত, তত পথ। এখানে সাম্প্রদায়িক উসকানির কোনও স্থান নেই। যারা করছেন, তাঁরা মূর্খতা করছেন। এখানে সবাই মিলে আমরা একসাথে থাকব এবং সবাইকে সবাই ভালোবাসব সাহায্য করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *