বিশ্বের দীর্ঘতম রোপওয়ে তৈরি হচ্ছে ভারতে। সেই রোপওয়েতে করে পর্যটকরা যানজট এড়িয়ে হিমাচল প্রদেশের শিমলা পৌঁছাতে পারবেন। সূত্রের খবর, প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করবে রোপওয়ে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫,৬০০ কোটি টাকার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে বছরপাঁচেকের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। আর তারপরই মানুষ যাতায়াত করতে পারবেন।
আপাতত যা পরিকল্পনা, তাতে হিমাচল প্রদেশের সোলান জেলার পরওয়ানু (হরিয়ানার পঞ্চকুলার কাছে অবস্থিত) থেকে শিমলা পর্যন্ত ওই রোপওয়ে তৈরি করা হবে। এমনিতে সড়কপথে ওই রাস্তা অতিক্রম করতে দু’ঘণ্টার মতো লাগে। তবে যানজটের কারণে ওই পথ পেরোতে মাঝেমধ্যেই অনেক বেশি সময় লেগে যায়। রোপওয়েতে সেই পথটা অতিক্রম করতে মেরেকেটে দেড় ঘণ্টা লাগবে। সঙ্গে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে রোপওয়েতে চড়ে বছরে ২৫ লাখ মানুষ যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। ২০৩০ সালে যখন রোপওয়ে চালু হওয়ার কথা আছে, তখন প্রতি ঘণ্টায় প্রায় ৯০৪ জনকে নিয়ে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।
শিমলা থেকে পরওয়ানু পর্যন্ত ৪০ কিমির বেশি সেই যাত্রাপথে মোট ১১টি স্টেশন থাকবে। আপাতত যা ঠিক হয়েছে, তাতে ওই ১১টি স্টেশন হল – তারাদেবী, তারাদেবী মন্দির, শোঘি, বাকনাঘাট, বাকনাঘাট আইটি সিটি, করোল কা ডিব্বা, সোলান, বরোগ, ডগশাই ছাউনি, জাবলি এবং পরওয়ানু। এমনিতে আপাতত বিশ্বের দীর্ঘতম রোপওয়ে আছে বলিভিয়ায়। সেই পথের দৈর্ঘ্য হল ৩৩.৮ কিমি। তাছাড়াও বিশ্বের দীর্ঘতম রোপওয়ে প্রকল্পের তালিকায় আছে চিনের রোপওয়ে প্রকল্প, আর্মেনিয়ার রোপওয়ে প্রকল্প। সেই তালিকার উপরের দিকে কাশ্মীরের গুলমার্গের প্রকল্প আছে। তবে একবার শিমলার রোপওয়ে প্রকল্প চালু হলে একেবারে শীর্ষে উঠে আসবে ভারত।