Muhammad Yunus Trolled with Ghibli Art। ‘গাধা সবসময় গাধাই থাকে’! জিবলি আর্টে ট্রোল ইউনুস

Spread the love

চিনে গিয়ে উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এহে ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। ভারতের নেটিজেনরা বিভিন্ন এআই জেনারেটেড ছবি পোস্ট করে ঠাট্টা করছেন ইউনুসকে নিয়ে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিকতম ট্রেন্ড হল জিবলি আর্ট। জিবলি ছবি জেনারেট করার অনুরোধের ঠেলায় রেকর্ড গড়ে ফেলেছে এআই অ্যাপ চ্যাটজিপিটি। সেই জিবলি আর্টেও ইউনুসকে ট্রোল করছেন অনেক নেটিজেন। ইউনুসকে ট্রোল করা ব্যক্তিদের মধ্যে আছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও।তথাগত রায় ইউনুসকে নিয়ে একটি জিবলি আর্ট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সেই ছবিতে দেখা গিয়েছে, মহম্মদ ইউনুসের ‘জিবলি ভার্সন’ সমুদ্রসৈকতে দাঁড়িয়ে। তাঁর হাতে একটি ডলফিন। আর তিনি বলছেন, ‘আমি সমুদ্রের একমাত্র গার্ডিয়ান’। ক্যাপশনে তথাগত রায় লিখেছেন, ‘একটা গাধা চিরকাল গাধাই থাকবে। সে দলে হোক কি স্থলে।’

উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, চিন সফরে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস। তিনি নাকি বলেছিলেন, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চিনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।’

এর আগেও উত্তরপূর্ব ভারত নিয়ে হুমকি দিয়েছিলেন ইউনুস। এদিকে এহেন ইউনুস কীভাবে নোবেল শান্তি পুরষ্কার পেতে পারেন, তা নিয়ে তথাগত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নোবেলের শান্তি এবং অর্থনীতির পুরস্কার নোবেল কমিটি দেয় না। সেটা নরওয়েল সংসদ দেয়। এটা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই ইয়াসির আরাফাত এবং বারাক ওবামারাও এই পুরস্কার পেয়েছেন।’ এদিকে ইউনুসকে নিয়ে ‘দ্য হিন্দু ডায়লগের’ একটি পোস্ট শেয়ার করেন তথাগত। তাতে ক্যাপশনে লেখা, ‘ওটা জঙ্গিবাদের নোবেল ফেস। দেখতে শুধু মানুষের মতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *