BJPর মিছিলে অনুমতি দিয়ে বলল আদালত

Spread the love

বেছে বেছে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে বিজেপির মুখ্য নির্বাচনী আধিকারিকের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মিছিলের পথ বদলে দিলেন বিচারপতি। সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, মিছিলে ব্যবহার করা যাবে না কোনও লাউড স্পিকার।

বুধবার দুপুর ২টো থেকে বিজেপির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান ছিল। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে জানিয়েছেন, বিকেল ৪টের থেকে ৬টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলে কোনও লাউড স্পিকার বাজানো যাবে না। মিছিলে অংশগ্রহণ করতে পারবেন ১০০০ জন। মিছিল শেষ হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ২০০ মিটার দূরে। এর পর ১০ জনের প্রতিনিধিদল গিয়ে স্মারকলিপি জমা দেবে।

রাজ্যের তরফে এদিন আবেদন করা হয়, যে রাস্তা দিয়ে মিছিল করার কথা বলা হয়েছে। সেখানে বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা চলছে। মিছিলের জেরে সমস্যা হতে পারে। যানজটেরও সম্ভাবনা রয়েছে। তখন বিচারপতি জানান, মুরলিধর সেন স্ট্রিট থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *