২০২২ সালে কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন আত্মহত্যা করেছেন ও কতজন দেউলিয়া হয়ে গিয়ে ধারে জর্জরিত হয়ে গিয়ে আত্মহত্যা করেছিলেন তার তালিকা তুলে ধরেছে।
রাজ্যসভায় নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে জানতে চাওয়া হয়েছিল গত তিন বছরে কতজন আত্মহত্য়া করেছেন রাজ্যভিত্তিক তার তালিকা দেওয়া হোক। সেই সঙ্গেই বলা হয়েছিল আর্থিক কারণে কতজন আত্মহত্য়া করেছেন তার তালিকাও চাওয়া হয়েছিল। সেই সঙ্গেই প্রশ্ন করা হয়েছিল এই তালিকা দেখার পরে আত্মহত্যার প্রবণতা কমানোর জন্য সরকার কি কোনও ব্যবস্থা নিচ্ছে?
এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গোটা বিষয়টি জানিয়েছেন। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পাবলিকেশন অ্যাক্সিডেন্টাল ডেথস অ্য়ান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া শীর্ষক একটা রিপোর্ট অনুসারে পরিসংখ্য়ান হাজির করা হয়েছে। ২০২২ সালের হিসেব পেশ করা হয়েছে।
সেই সঙ্গেই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মেন্টাল হেলথ প্রোগ্রাম রয়েছে। ডিস্ট্রিক্ট মেন্টার হেলথ প্রোগ্রামও রয়েছে। ন্যাশানাল হেলথ মিশনের মাধ্য়মে ৭৬৭টি জেলায় এই কর্মসূচি পালন করা হয়। সুইসাইড প্রতিরোধে প্রয়োজনীয় উপায়, কর্মক্ষেত্রে কীভাবে স্ট্রেসকে কমাবেন, জীবন শৈলী শিক্ষা, স্কুলে, কলেজে কাউন্সেলিং করানো, ডিস্ট্রিক্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। মানসিক স্বাস্থ্য়ের উন্নতির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এমনটাও উল্লেখ করা হয়েছে।
এবার রাজ্যে ও কেন্দ্রশাসিত এলাকায় কোথায় কতজন আত্মহত্যা করেছেন ২০২২ সালে সেটা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গেই আর্থিক কারণে কারা আত্মহত্যা করেছেন সেটাও উল্লেখ করা হয়েছে।
সেখানে যে তালিকা উল্লেখ করা হয়েছে সেটা দেখে নিন। ২০২২ সালের হিসেব।
২০২২ সালে সব মিলিয়ে আত্মহত্যা করেছিলেন ১৭০৯২৪ জন
২০২২ সালে আর্থিক কারণে সব মিলিয়ে আত্মহত্যা করেছিলেন ৭০৩৪জন।
রাজ্য – আত্মহত্যার সংখ্যা – আর্থিক কারণে
অন্ধপ্রদেশ ৮৯০৮- ৯১২
অরুণাচল প্রদেশ ১৪৯- ০
অসম ৩৩২০- ৫২
বিহার ৭০২- ০
ছত্তিশগড় ৮৪৪৬- ২৪
গোয়া ৩০২- ১০
গুজরাট ৯০০২- ১৫২
হরিয়ানা ৩৭৮৩- ৩
হিমাচল প্রদেশ ৬৪৪- ১
ঝাড়খণ্ড ২১৮১- ১৪
কর্নাটক ১৩৬০৬- ১৪০১
মধ্য়প্রদেশ ১৫৩৮৬- ৩৬
কেরল ১০১৬২- ২৪২
মহারাষ্ট্র ২২৭৪৬- ১৯৪১
মণিপুর ২৬- ০
মেঘালয় ২১৩- ০
মিজোরাম ১৫৩- ৩
নাগাল্যান্ড ৪৯- ৪
ওড়িশা ৬১৪০- ২৮
পাঞ্জাব ২৪৪১- ১০৯
রাজস্থান ৫৩৪৩- ১৩
সিকিম ২৯৩- ১
তামিলনাড়ু ১৯৮৩৪- ৮৪৪
তেলাঙ্গানা ৯৯৮০- ১১৬৩
ত্রিপুরা ৭১৩- ১
উত্তরপ্রদেশ ৮১৭৬- ৪২
উত্তরাখণ্ড ৮১৪- ০
পশ্চিমবঙ্গ ১২৬৬৯- ০
সব মিলিয়ে রাজ্যভিত্তিক হিসাবে আত্মহত্যা করেছেন ১৬৬১৮১ জন।
আর্থিক কারণে আত্মহত্যা করেছেন ৬৯৯৬জন। তবে বাংলায় একজনও নেই। মূল তালিকার সঙ্গে পরিসংখ্য়ানটি মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।