কুলদীপ থাকলে ইংল্যান্ডের চোখে সরষে ফুল দেখাবে ভারত

Spread the love

টি২০ বিশ্বকাপ জয়ের ৮ মাসের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুটি ট্রফিই টিম ইন্ডিয়া জিতেছে বিদেশের মাটিতে। যদিও এর মাঝে অবশ্য ভারতীয় ক্রিকেট দলকে বড় ধাক্কা খেতে হয়েছে, একটি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। অপরটি অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভসকর ট্রফিতে। যার ফলে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট হাতছাড়া হয় ভারতের। ভারতের পরের লাল বলের সিরিজ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে। সেদেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আইপিএল শেষের পরই সেদেশে ছুটবে ভারতীয় ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, আইপিএলের পর টিম ইন্ডিয়ার পারফরমেন্স টেস্টে তেমন ভালো নয়। গত ৪০ বছরে মাত্র একবারই ভারত ইংল্যান্ডের ডেরায় গিয়ে সিরিজ জিতেছে।

অবশ্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক কিন্তু মনে করছেন, ভারতের প্রবল সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডে এবারে সিরিজ জেতার। তাঁর কথায়, ‘বুমরাহ ফিট হচ্ছে। শামিও ফিট। আর কুলদীপ যদি তোমার প্রথম একাদশে থাকে, ভারত সিরিজ জিতবে। আমি অনেক সময়ই অতীতে ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু আমার মনে হয় শামি যদি অস্ট্রেলিয়ায় ফিট হয়ে যেত আর বুমরাহ চোট না পেত, তাহলে সিরিজের ফলাফল অন্যরকম হতে পারত। ভারত জিতত বলছি না, কিন্তু সিরিজটা অন্যরকম হত ’।

ক্লার্ক চাই শামি-বুমরাহ একসঙ্গে খেলুক

ক্লার্ক আরও বলছেন, ‘ আমার মনে হয় ভারতীয় দল শামিকে খুব মিস করেছে। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড যেমন বোলিং করেছে, শামি থাকলে ও সেরকম বোলিং করতে পারত। আমি শামির রান আপ, ওর ছন্দের দিকে নজর রাখছি। নতুন বলে কতটা সুইং করাতে পারছে, ব্যাটারদের থেকে বল কতটা বাইরে নিয়ে যেতে পারছে। উইকেটটে কীভাবে ব্যবহার করছে, সেসব দিকেই আমি নজর রাখছি। ’

শামি আইপিএলেই তৈরি হচ্ছেন

ক্লার্ক মনে করছেন আইপিএল খেললেও শামি আসতে আসতে নিজের ছন্দে ফিরতে পারবেন প্রতিযোগিতামুলক এই খেলার মাধ্যমে। এক্ষেত্রে যেহেতু ওভার কম এবং প্রতিদ্বন্দিতা বেশি হয় টি২০তে তাই শামি স্লোয়ার বল, ইয়র্কার, সুইংয়ের সাহায্যে নিজের বোলিং ভ্যারিয়েশনে অনেক বদল আনতে পারছেন, যেগুলো তাঁকে আদতে টেস্ট সিরিজের জন্যই তৈরি হতে সাহায্য করছে।

ভারতের অস্ত্র হবেন কুলদীপ

২০০৭ সালের পর ভারতকে ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জিততে গেলে কুলদীপ যাদবের স্পিন অস্ত্র প্রয়োজন বলে মনে করছেন ক্লার্ক। তাঁর কথায়, ‘বুমরাহ এই মূহূর্তে বিশ্বক্রিকেটের সেরা বোলার। সঙ্গে যদিও শামিও ফিট থাকে তাহলে ভারত সিরিজ জিততে পারে। আর কুলদীপ যাদবের মধ্যে যে এক্স ফ্যাক্টর রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *