MI সাজঘরে হার্দিকের কাছে ধরা পড়ে বললেন ডাহা মিথ্যে

Spread the love

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে হানা দিয়েছিলেন। অবশ্যই অনুমতি নিয়েই মুম্বইয়ের সাজঘরে গিয়েছিলেন তিনি। তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিঙ্কু। আর মুম্বইয়ের সাজঘরে রিঙ্কু দেখে তিলক বর্মা তাঁকে টিজ করেছিলেন, যখন রিঙ্কু ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে দাঁড়িয়েছিলেন। আর রোহিত নিজের কিট ব্যাগ থেকে ব্যাট বের করে পরীক্ষা করছিলেন। সেই সময়ে রোহিতের থেকে ব্যাটের আব্দার করে বসেন কেকেআর তারকা। মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রিঙ্কু এবং মুম্বই ইন্ডিয়ান্সের তারকাদের নিয়ে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছে।

রোহিতের থেকে রিঙ্কুর ব্যাটের আব্দার

সেই ভিডিয়োটিতে তিলককে প্রথমে বলতে শোনা গিয়েছে যে, রিঙ্কুর নিজের কাছে ভালো ব্যাট থাকা সত্ত্বেও, রোহিতের কাছে ব্যাট চাইছে। তিলক বলেন, ‘ওর (রিঙ্কুর) নিজের নামের ব্যাট আছে। এত ভালো ব্যাট আছে, তবুও ভাইয়ের (রোহিত) কাছে ব্যাট চাইছে।’ তবে এটি প্রথম বার নয় যে, রিঙ্কু একজন সিনিয়র ব্যাটারের থেকে ব্যাটের জন্য আব্দার করছিলেন। এর আগে কোহলির থেকেও ব্যাট নিয়েছেন। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে ব্যাট নেওয়ার জন্য মিনতি করতে থাকেন রিঙ্কু। রোহিত যখন রিঙ্কুকে ব্যাট দেওয়ার জন্য পরীক্ষা করছিলেন, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁকে ধরে ফেলে, নিজেকে বাঁচাতে মিথ্যে বলতে হয় রিঙ্কুকে।

মিথ্যে বলেন হার্দিককে

রিঙ্কু যখন একটি ব্যাট পাওয়ার আশায় রোহিতের কাছে দাঁড়িয়েছিলেন, তখন এমআই অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, তিনি ব্যাট নিতে এসেছেন কিনা। কেকেআর তারকা হার্দিকের একেবারে কাছে গিয়ে বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি এখানে ওর (তিলক) সঙ্গে দেখা করতে এসেছি।’

গত মরশুমে রিঙ্কু সিং-কে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির(Virat Kohli) থেকেও ব্যাট চাইতে দেখা গিয়েছে। বিরাটের সেই ব্যাট ভেঙেও দিয়েছিলেন রিঙ্কু। এর পর টুর্নামেন্টের শেষের দিকে আবারও কোহলির থেকে ব্যাট চাইতে গিয়েছিলেন তিনি। এরপরই ভাইরাল হয়েছিল দু’জনের ভিডিয়ো।

রানের খরা রিঙ্কুর ব্যাটে

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল রিঙ্কু। দুরন্ত পারফরম্যান্স ছিল তাঁর। কিন্তু এবার তাঁর ব্যাটে রানের খরা। অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে কেকেআর তাঁকে ২০২৫ আইপিএলে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে। কিন্তু এবার আইপিএলে এখনও পর্যন্ত তাঁর পারফরম্যান্স হতাশাজনক। তিনি ৩ ম্যাচে মাত্র ২৪ বল খেলেছেন এবং করেছেন মোটে ২৯ রান। সত্যি কথা বলতে, এই মরশুমে রিঙ্কু এখনও পর্যন্ত ফ্লপ। এর প্রভাব পড়েছে কলকাতা দলেও। তারা বড় রান করতে পারছে না। যার নিটফল, ৩ ম্যাচের মধ্যে ২টিতেই হেরেছে কেকেআর এবং পয়েন্ট টেবলের লাস্টবয় হয়ে রয়েছে নাইটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *