Shani Mangal Navapancham yog। শুরু হবে শনি! মঙ্গলের কৃপা বর্ষণ, কুম্ভ সহ বহু রাশি লাকির লিস্টে

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব বর্তমানে মীন রাশিতে বিরাজমান রয়েছেন। ৩০ বছর পর মীন রাশিতে এসে শনিদেব বহু রাশিকে সাড়েসাতি ও ঢাইয়া থেকে দিয়েছেন মুক্তি। মীন রাশিতে শনিদেবের প্রবেশ হয়েছে গত ২৯ মার্চ। তারপর থেকেই তিনি কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করছেন, কোনও গ্রহে ফেলছেন দৃষ্টি। এরফলে বহু রাজযোগের নির্মাণ হচ্ছে। শনি ও মঙ্গল আর ৭২ ঘণ্টা পর ৫ এপ্রিল তৈরি করছেন নবপঞ্চম যোগ। বাসন্তীপুজোর অষ্টমীতে কখন শুরু হচ্ছে নবপঞ্চম যোগ? কাদের ভাগ্যে উন্নতি রয়েছে? দেখে নিন।

কর্কট

এই রাশির জাতক জাতিকাদের লগ্নভাবে মঙ্গল বিরাজ করছেন। এই রাশি শনিদেবের ঢাইয়া থেকে মুক্তি পাবে। বিভিন্ন দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন। ফলে ভাগ্যে আসবে ধনলাভ। সমাজে মান সম্মান বাড়তে থাকবে। এরফলে কিছু কিছু মুনাফা হতে পারে। পরিবারে যে সমস্যা চলছে তা শেষ হবে। এর সঙ্গেই জীবনে আসবে তুমুল উন্নতি।

কুম্ভ

শনিদেবের কৃপা বর্ষণে ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। চাকরিরতদের খুব লাভ হবে। সিনিয়রদের সঙ্গ ছাড়াও সহকর্মীদেরও সঙ্গ পাবেন কর্মক্ষেত্রের সব কাজে। যে লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্যে হবেন সফল। ব্যবসার ক্ষেত্রে দারুন লাভ হতে থাকবে। আপনি যে সমস্ত রণনীতিতে চলছেন, তা আপনাকে ভালো মুনাফা দেবেন। ভৌতিক সুখ প্রাপ্তি হতে পারে। সৌভাগ্য সঙ্গে লেগে থাকবে।

তুলা

নবপঞ্চম রাজযোগ শুভ প্রমাণিত হতে পারে। পরিবারের মধ্যে চলা সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। জীবনে আসা বহু কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। শনিদেবের কৃপায় আত্মবিশ্বাস বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁরা পাবেন সরকারি চাকরি। আইনি ঝঞ্ঝাট থাকলে তা থেকে মুক্তি পাবেন। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যেতে পারে। ধন সম্পত্তির দিক থেকে দারুন লাভ হবে।

নবপঞ্চম যোগ কখন শুরু?

এই যোগে শনি, মঙ্গলের সঙ্গ ১২০ ডিগ্রি অবস্থানে থাকবেন বলে দাবি জ্যোতিষমতের। ৫ এপ্রিল সকাল ৬ টা ৩১ মিনিটে তৈরি হবে নবপঞ্চম যোগ। ওই দিন রয়েছে বাসন্তী পুজোর অষ্টমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *