Rabindra Nath Thakur। রবি ঠাকুরের ছবিতে ‘কালি’ লাগানো হয়েছিল বাংলাদেশে

Spread the love

এবার বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর অভিযোগ। বাংলাদেশের কুষ্ঠিয়ার কুমারখালিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো কালি মাখিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। প্রথম আলোর প্রতিবেদনে তেমনটাই জানা গিয়েছে।

তবে ওই প্রতিবেদনে জানা গিয়েছে, গোটা বিষয়টি নজরে আসার পরে শুক্রবার দুপুরে কুমারখালি উপজেলা প্রশাসন সেই কালি মুছে দেয়। সেই ম্যুরালটিকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বলে খবর।

কুষ্ঠিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে কুমারখালি উপজেলা সীমানা শুরুর স্থান সদকি ইউনিয়নের হিজলাকর এলাকায় ওই ম্যুরাল তৈরি করা হয়েছিল। ২০১৫ সালে এটি তৈরি করা হয়েছিল বলে খবর। উপজেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল এই ম্যুরাল। আর সেই ম্যুরালে রবি ঠাকুরের মুখে কালি দিয়ে লেপে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের নামের বানাও বিকৃত করা হয়েছিল। এই ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। এরপরই শোরগোল পড়ে যায়। এদিকে এখানে সিসি ক্যামেরা থাকলেও তা কাজ না করায় কারা এই ঘটনা ঘটাল তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনায় রবীন্দ্রপ্রেমীদের মনে আঘাত লাগে। তীব্র প্রতিবাদ করেন তাঁরা।

এরপরই কুমারখালি উপজেলা সহকারি কমিশনার( ভূমি) বিজয় কুমার জোয়ারদার ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, কালি লাগানোর বিষয়টি জানার পরে আধিকারিকরা এলাকায় যান।

প্রতিবেদনে জানা গিয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইদের ছুটির ভেতর দুই দিন আগে হয়তো এই ঘটনা ঘটেছে। আজ দুপুরে কালি মুছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *