ফিল্ডারের ছোঁড়া বল ঢুকে গেল হেলমেটের গ্রিলে

Spread the love

ক্রিকেটের মাঠে মাথায় চোট পাওয়ার ঘটনা দেখা যায় হামেশাই। ক্রিকেটারদের হাত-মুখ ফেটে রক্ত বেরোতেও দেখা গিয়েছে অতীতে। তবে শনিবার বে ওভালে পাকিস্তানের ওপেনার ইমাম উল হক যেভাবে চোট পেলেন, তেমনটা সচরাচর দেখা যায় না। ব্রাডকাস্টারদের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচের মাঝেই ইমামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ওয়ান ডে ম্যাচে পাকিস্তান রান তাড়া করতে নামলে ইনিংসের শুরুতেই ঘটে এমন দুর্ঘটনা। ইনিংসের ২.৩ ওভারে উইল ও’রোর্কের বল হালকা হাতে খেলেই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন ইমাম উল হক।

ফিল্ডার বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে ইমামকেই রান-আউট করার চেষ্টা করেন। তবে বল সোজা গিয়ে লাগে ইমামের হেলমেটে। গ্রিলের ভিতরে বল ঢুকে গিয়ে চোয়ালে আঘাত করে পাক ব্যাটারের। বল হেলমেটের গ্রিলের ভিতরেই আটকে থাকে। ইমাম তৎক্ষণাৎ হেলমেট খুলে বসে পড়েন মাঠে। তাঁকে যন্ত্রণাকাতর দেখায়।

পাক দলের ফিজিও তড়িঘড়ি মাঠে নেমে প্রাথমিক শুশ্রুষা করেন। তার পরেই মেডিক্যাল কার্টে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমামকে। পরে ব্রডকাস্টারদের তরফে জানানো হয় যে, ইমামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইমাম ৭ বলে ১ রান করে মাঠ ছাড়লে ব্যাট হাতে ক্রিজে আসেন বাবর আজম। পরে ইনিংসের ১৬.২ ওভারে আবদুল্লা শফিক আউট হলে ইমামের কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন উসমান খান। যদিও তিনিও ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। উসমান ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। সুতরাং, কনকাশন পরিবর্ত মিলিয়ে এই ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন মোট ১২ জন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন ১২ জন। সেই ম্যাচে হ্যারিস রউফের কনকাশন পরিবর্ত হিসেবে ব্যাট করতে নামেন নাসিম শাহ। সুতরাং, পাকিস্তান পরপর ২টি আন্তর্জাতিক ম্যাচে ১২ জন করে ব্যাটারকে ব্যবহার করে। যদিও ২টি ম্যাচেই হারতে হয় তাদের।

শনিবার বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪২ ওভার প্রতি ইনিংসে। বে ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৬৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে অল-আউট হয়ে যায়। ৪৩ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা। সেই সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে কিউয়িদের কাছে চুনকাম হয় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *