চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প

Spread the love

চীনের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে বেইজিং। এই ঘোষণার পর ট্রাম্প দাবি করেছেন, চীন এটি ভুল করেছে। দেশটি আতঙ্কিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি ট্রাম্পের।

শনিবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 


শুক্রবার (৪ এপ্রিল) ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, চীন আতঙ্কিত হয়ে পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে।

বুধবার ট্রাম্প যে শুল্ক নীতি ঘোষণা করেছেন তার ধাক্কায় টানা দ্বিতীয় দিনও বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে পতন দেখা গেছে। ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক বাজারে ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ নিয়ে মোটেও বিচলিত নন ট্রাম্প। উল্টো ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্টে বলেছেন, ‘আমার নীতি কখনোই বদলাবে না। এটা ধনী হওয়ার জন্য চমৎকার সময়।’

এর আগে ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার ফলে এই বছর চীনের উপর মোট শুল্ক ৫৪ শতাংশে পৌঁছেছে।


ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার চীনও প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে তোলে।

বুধবার অনেক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানান, যা আগে আরোপিত শুল্কসহ ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।


এদিকে, চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জানায়, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *