অক্ষয়ের এই সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙল সিকন্দর

Spread the love

বলিউড সুপারস্টার সলমন খান ও রশ্মিকা মন্দনার বক্স অফিসের গাড়ি ধীর হলেও, এখনও চলছে। অন্তত নিজের খরচ উঠিয়ে ফেলার চেষ্টায় মরিয়া ছবিখানা। সমালোচক ও দর্শক মনে এই ছবি সাড়া ফেলতে সক্ষম হয়নি যদিও। মুক্তির ৬ দিন পর, শনিবার ছুটির দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটি আয় করেছে ৪ কোটির আশেপাশে।

সিকন্দরের বক্স অফিস কালেকশন

স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘সিকন্দর’ ৭ম দিনে ঘরোয়া বক্স অফিসে ৩.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যার ফলে মোট সংগ্রহ বর্তমানে ৯৭.৫০ কোটি টাকা। দেখুন দিনপ্রতি আয়ের একটি তালিকা-

মুক্তির দিন- ২৬ কোটি

দিন ২- ২৯ কোটি

দিন ৩- ১৯.৫ কোটি

দিন ৪- ৯.৭৫ কোটি

দিন ৫- ৬ কোটি

দিন ৬- ৩.৫ কোটি

দিন ৭- ৩.৭৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)

মোট সংগ্রহ – ৯৭.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন)

অক্ষয় কুমারের ছবিকে ছাড়িয়ে গেল

‘সিকন্দর’-এর এখন পর্যন্ত মোট আয় ১৭৮ কোটি ১৬ লক্ষ টাকা। ট্রেড বিশেষজ্ঞদের মতে, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। ২০২৫ সালের সর্বাধিক আয়কারী ছবির তালিকায় ‘সিকান্দর’ ৫ম স্থান অর্জন করেছে। এবং পএকদম প্রথম রয়েছে ভিকি কৌশলের ‘ছাবা’। এরপর ‘এল২’ এবং ‘গেম চেঞ্জার’ রয়েছে এই তালিকাতে।

প্রসঙ্গত, সলমন খানর সিকন্দর বর্তমানে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিটিকে লাইফটাইম কালেকশনের দিক থেকে পিছনে ফেলে দিয়েছে।

শীঘ্রই এই ছবির রেকর্ডও ভাঙবে সিকন্দর

শীঘ্রই এটি রাম চরণের সুপারহিট ছবি ‘গেম চেঞ্জার’ (১৮৬ কোটি) -এর রেকর্ডও ভেঙে দিবে। ‘সিকন্দর’-এর দিন দুই আগে মুক্তিপ্রাপ্ত ‘এল২’ ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে। যদিও এই ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছিল প্রি বুকিং থেকেই।

তবে মনে করা হচ্ছে, রবিবার ভালো মানের আয় করতে পারে সলমনের সিনেমা। আর সেটি হতে পারে দুই অঙ্কের। তহালে অন্তত রবিবারই ১০০ কোটির গণ্ডি টপকাতে পারবেন সলমন খান(Salman Khan)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *