Modi-Yunus Meeting। মোদী-ইউনুসের বৈঠক ‘ভালো কিছুই বয়ে আনবে’

Spread the love

ভারতীয় জনতা দল বা বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনিসের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের বিজেপি নেতা! এখানে বিজেপি – অর্থাৎ – বাংলাদেশ জাতীয় পার্টি-র কথা বলা হচ্ছে।

ইতিমধ্যেই ব্য়াঙ্ককে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস। শনিবার (৫ এপ্রিল, ২০২৫) সেই বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে।

বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে – এদিন বিকেলে ঢাকা থেকে লঞ্চে ভোলা শহরে পৌঁছন পার্থ। এই এলাকার উকিলপাড়ার বাসিন্দা তিনি। বাড়িতে পৌঁছেই একটি সাংবাদিক সম্মেলন করেন এই বিজেপি নেতা।

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে আলোচনা হয়েছে, তা দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি এই ধরনের দ্বিপাক্ষিক আলোচনা পজিটিভভাবেই দেখি। বর্তমান অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের সরকার। জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। এই সরকার যেন ফেল না করে। সেই জন্য আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করছি। অন্তর্বর্তী সরকার যেন কোনও মতে ব্যর্থ না হয়, আমরা তাদের পাশে রয়েছি।’

অন্তর্বর্তী সরকারের পাশে থাকার বার্তা দিলেও তাৎপর্যপূর্ণভাবে পার্থ পরবর্তী নির্বাচন নিয়েও লক্ষ্যণীয় বার্তা দেন। বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা শুরু থেকে বলে আসছি, সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলি জনগণের নির্বাচিত সরকার করবে। অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করবে, সেগুলি নিয়ে আমরা এখনও নিশ্চিত হইনি। সংস্কারের উপর আগামী দিনে অনেক কিছুই নির্ভর করছে। ভবিষ্যতে কেমন নির্বাচন হবে, প্রার্থী কারা হবেন বা হতে পারবেন (ইত্যাদি)।’

পার্থ আরও জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে, তাতে তাঁরা অংশগ্রহণের জন্য ক্রমশ নিজেদের প্রস্তুত করে তুলছেন। তাঁর দাবি, বাংলাদেশে বিজেপির শক্তি আগের তুলনায় এখন অনেকটাই বেড়েছে। তাঁরা সাংগঠনিকভাবে যে আগের তুলনায় এখন অনেকটাই পোক্ত ভিত তৈরি করে ফেলেছেন, সেই বার্তাও দিয়েছেন আন্দালিভ রহমান পার্থ।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে পার্থ ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর দলের ভোলা জেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহম্মদ মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *