কম্পিউটারের আগে মস্তিষ্ক চলে ধোনির! অথচ মিস করল DC

Spread the love

মহেন্দ্র সিং ধোনির(Ms Dhoni) ব্যাটিংয়ে যতই মরচে ধরুক, উইকেটের পিছনে এখনও তাঁর ক্ষিপ্রতা একই রকম রয়ে গিয়েছে। পাশাপাশি ক্রিকেটীয় যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর পরখ অত্যন্ত তীক্ষ্ণ। ধোনি তাঁর অন-ফিল্ড সহজাত প্রবৃত্তি দিয়ে ভক্তদের বিস্মিত করে রাখেন। সেটা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করা হোক, ব্যাটিং অর্ডারে রদবদল করা হোক বা মাঠের চাপের মধ্যে পরিস্থিতি সামলনো হোক। চিপকে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএল ২০২৫-এর ম্যাচ চলাকালীন এরকম একটু মুহূর্ত সামনে এসেছে, যখন ড্রেসিং রুমে বসে ধোনি কম্পিউটারের সিদ্ধান্তের আগেই নিজের রায় পেশ করেন। এবং সেই রায় একেবারে নির্ভুল ছিল।

ঘটনাটি আসলে কী?

ঘটনাটি ঘটেছে সিএসকে-এর ইনিংসের তৃতীয় ওভারে। বিজয় শঙ্করের বিরুদ্ধে জোরালো ভাবে এলবিডব্লিউ-এর আবেদন করেছিলেন মিচেল স্টার্ক, কিন্তু আম্পায়ার তা প্রত্যাখ্যান করেন। তখন ডিসি উইকেটরক্ষক অভিষেক পোড়েল জোর দিয়েই স্টার্ককে বলেছিলেন যে, বলটি প্রথমে বিজয়ের ব্যাটে লেগেছে। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলও সে কথা শুনে আর রিভিউ নেননি। তবে রিপ্লেতে দেখা গিয়েছে যে, বলটি ব্যাটের আগে বিজয় শঙ্করের পায়ে লাগে। দিল্লির জন্য একটি বড় সুযোগ ছিল, যেটা হাতছাড়া করে তারা। বড় পর্দায় রিপ্লে দেখে স্টার্ক রূঢ়ভাবে হেসেছিলেন। বুঝেছিলেন, একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে।

তবে যে বিষয়টি সবচেয়ে বেশি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল, তা হল ধোনির বিচক্ষণতা। তিনি সেই সময়ে শান্ত ভাবে ড্রেসিংরুমে বসেছিলেন। এবং রিপ্লে-তে বিডয় শঙ্করের আউটটি নিশ্চিত হওয়ার আগেই তিনি সাফ বলে দেন ‘আউট হ্যায়’। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে ধোনিকে এই শব্দ দু’টি উচ্চারণ করতে দেখা গিয়েছে। আবারও ‘ক্যাপ্টেন কুল’-এর অতুলনীয় ক্রিকেটিং সেন্স সকলকে মুগ্ধ করেছে।

ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে কোনও প্রশ্ন উঠছে না, তবে তাঁর ব্যাটে কিন্তু ইতিমধ্যে মরচে ধরে গিয়েছে। ঝড় তুলে বোলারদের চোখে শর্ষেফুল দেখিয়ে ম্যাচ ফিনিশ করার সেই দক্ষতা আর নেই মাহির। একা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চার-ছয় মেরে ম্যাচ জেতাতে আর পারছেন না তিনি। সত্যি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

শনিবার (৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির ঠুকঠুক করে ইনিংস খেলার জেরেই চেন্নাই সুপার কিংসের হার আরও বেশি নিশ্চিত হয়ে যায়। আর এর পরেই ধোনিকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন সিএসকে-র ভক্তরাই। তাঁকে খেলানোটা যে ভুল সিদ্ধান্ত, সেই দাবিও তুলেছেন অনেক ভক্ত। তাঁরা বলছেন, এর থেকে ধোনি ম্যাচ মিস করলে ভালো হত। ডিসি-র বিরুদ্ধে একটি করে চার এবং ছয়ের হাত ধরে ২৬ বলে ৩০ করে অপরাজিত থাকেন ধোনি। তবে তাঁর মন্থর ইনিংস দলকে জেতাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *